এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২২ নভেম্বর ঃ ভুয়ো ক্যারাটে সংস্থা থেকে সাধারন মানুষকে সচেতন করতে উদ্যোগী হল বর্ধমান শহরের একটি ক্যারাটে প্রশিক্ষনকারী সংস্থা । বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন নামে ওই সংস্থার তরফ থেকে এনিয়ে একটি সাংবাদিক সম্মেলন করা হল ৷ রবিবার বর্ধমান শহরের বি.সি. রোডের একটি ম্যারেজ হলে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক শিহান দেবাশীষ কুমার মন্ডলসহ জেলা ক্যারাটে সংস্থার কর্মকর্তারা ।
সাংবাদিক সম্মেলনে দেবাশীষবাবু বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি চারিদিকে ভুয়ো ক্যারাটে সংস্থা গজিয়ে উঠেছে বা উঠছে । এর ফলে যারা সেখানে প্রশিক্ষন নিতে যাচ্ছে তাদের ভুল রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে । তার ফলে শিক্ষার্থীরা একদিকে যেমন সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন তেমনি তাঁরা সঠিক জায়গায় পৌঁছতে পারছেন না । তাই বিশ্ব ও আমাদের দেশের আসল ক্যারাটে সংস্থাগুলি সম্পর্কে মানুষকে অবহিত করার জন্যই এদিন আমরা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি ।’
দেবাশীষবাবুর কথায়,’ক্যারাটের ক্ষেত্রে বিশ্বের প্রধান সংস্থা হল ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন (ডবলু কে এফ) । ভারতবর্ষে ক্যারাটের জাতীয় হল সংস্থা ক্যারাটে ইন্ডিয়া অরগানাইজেশন (কে আই ও)। এরপর আমাদের এরাজ্যের ক্যারাটে সংস্থার নাম ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল(কে এ বি) । শেষে পূর্ব বর্ধমান জেলার প্রকৃত ও স্বীকৃত ক্যারাটে সংস্থা হল বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন(বিকেএ) । বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন দ্বারা অনুমোদিত পূর্ব বর্ধমান জেলার ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীরাই একমাত্র জেলা, রাজ্য, রাষ্ট্রীয় ও আন্তরাষ্ট্রীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে । এর বাইরে আমাদের জেলায় এমন কিছু ক্যারাটে স্কুল রয়েছে যেগুলোর সঠিক অনুমোদন নেই । ফলে ওই সমস্ত স্কুলের শিক্ষার্থীরা জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারছে না। তাই ওই সমস্ত শিক্ষার্থীদের অবিভাবকদের সচেতন করতেই এদিন আমরা সাংবাদিক সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি ।’।