এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,২২ জুন : ওড়িশার উপজাতি নেতা দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) । আর বিজেপির এই এক চালে ছত্রভঙ্গ বিরোধী শিবির । বিজু জনতা দলের নেতা নবীন পট্টনায়েক এবং হাম পার্টির নেতা জিতন রাম মাঞ্জি ইতিমধ্যেই দ্রৌপদী মুর্মুকে সমর্থনের কথা জানিয়েছে । এদিকে আদিবাসী সম্প্রদায়ভূক্ত এক মহিলাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করে জাতীয় কংগ্রেস,তৃণমুল কংগ্রেসের মত বিজেপি বিরোধী দলগুলিকে কার্যত ব্যাকফুটে ঠেলে দিয়েছে গেরুয়া শিবির ।
কারন আম আদমি পার্টি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও মুর্মুকে সমর্থন করতে পারে বলে খবর । বিহারের বাসিন্দা যশবন্ত সিনহাকে বিরোধী শিবিরের রাষ্ট্রপতি প্রার্থী করায় প্রথমে জেডি(ইউ) এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল । কিন্তু দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করার পরেই চিত্র বদলে যায় । যদিও জনতা দল (ইউনাইটেড) নেতা নীতীশ কুমার এখনও পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি । তবে জিতন রাম মাঞ্জি দ্রৌপদী মুর্মুকে সমর্থন জানানোয় নীতিশ কুমারের উপর চাপ বহুগুণ বেড়ে গেছে । কারন বিহারে আদিবাসী সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভোটার বাস করে । প্রথমত আদিবাসী ভোটব্যাঙ্ক,তার উপর মহিলা ইস্যুর কারনে নীতিশ কুমার শেষমেষ দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করতে পারে বলে মনে করা হচ্ছে ।
অন্যদিকে আম আদমি পার্টি এখনও রাষ্ট্রপতি প্রার্থীর বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি । তবে গুজরাট বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে অরবিন্দ কেজরিওয়াল এনডিএর প্রার্থীকেই সমর্থন করতে পারে বলে অনুমান করা হচ্ছে । কারন গুজরাটের উপজাতী অধ্যুষিত অঞ্চলগুলিতে বিজেপির দখল অপেক্ষাকৃত দুর্বল । আর ওই সমস্ত অঞ্চলগুলিকেই ফোকাস করছেন কেজরিওয়াল । কেজরিওয়াল ছাড়াও উপজাতি ভোটব্যাঙ্কের কারনে এমন অনেক ছোটখাটো দল রয়েছে যারা দ্রৌপদী মুর্মুকে সমর্থন জানাতে পারে । ফলে এনডিএর প্রার্থীর জয় এক প্রকার নিশ্চিত বলা যেতে পারে ।।