এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৬ জুলাই : দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । আগামী ৩০ ও ৩১ জুলাই, এই দুই দিন একাধিক কর্মসূচি রয়েছে তার । তার মধ্যে কল্যাণী এইমস-এ সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি বলে জানা গেছে । সেখান থেকে সড়কপথে যাবেন দক্ষিণেশ্বর কালীমন্দিরে। দেবী মাকে পুজো দেওয়ার পর তিনি রাজভবনে ফিরে আসবেন । পরের দিন রাজভবনে কয়েকজনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর । সেই বৈঠকের পর রাষ্ট্রপতি কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন এবং সেখান থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি ফিরবেন বলে জানা গেছে ।
জানা গেছে,জুলাই বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে আসবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । তারপর বায়ুসেনার এমআই-১৭ কপ্টারে কল্যাণীর বিএসএফ হেলিপ্যাডে নামবেন। দুপুরে বিএসএফ অফিসার্স মেসে মধ্যাহ্নভোজ সারবেন তিনি৷ এদিকে রাষ্ট্রপতির দু’দিনের বঙ্গ সফরের নিরাপত্তা জোরদার করতে একযোগে কাজ করছে ভারতীয় বায়ুসেনা ও রাজ্য পুলিশ ।।