দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১০ অক্টোবর : কাজ শেখানোর অছিলায় এক গৃহবধূকে লাগাতার ধর্ষণের অভিযোগে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত এক শোলা শিল্পিকে গ্রেফতার করল পুলিশ । ধৃতের নাম আশিষ মালাকার (৫৪) । মঙ্গলকোট থানার বনকাপাশি গ্রামে তাঁর বাড়ি । একই গ্রামে শ্বশুরবাড়ি ৩১ বছরের অভিযোগকারিনীর । রবিবার নির্যাতিতা বধু এনিয়ে মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করলে ওইদিন রাতেই অভিযুক্ত প্রৌঢ় শোলা শিল্পিকে গ্রেফতার করে পুলিশ । সোমবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে পাঠানো হয় ।
নির্যাতিতা বধু পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন, শোলার কাজ শেখার জন্য বছর তিনেক আগে তিনি আশিষ মালাকারের দ্বারস্থ হয়েছিলেন । তারপর থেকে ওই শোলা শিল্পি কাজ শেখানোর অছিলায় ও প্রলোভন দেখিয়ে তাঁকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে শুরু করে । সেখানে তাঁর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করত আশিষ মালাকার । বিগত তিন বছর ধরে এভাবে ওই শিল্পির লালসার শিকার হতে হয়েছে । তাঁর আরও অভিযোগ,তিনি ওই শিল্পির কবল থেকে বেড়িয়ে আসার জন্য একাধিকবার চেষ্টা করেছিলে । কিন্তু আশিষ মালাকার তাঁকে বিভিন্নভাবে হুমকি দেখাতো । ধৃত শিল্পি নিজের দোষ কবুল করেছেন বলে পুলিশ সুত্রে খবর ।।