এইদিন ওয়েবডেস্ক, ভাতাড়(পূর্ব বর্ধমান), ১৯ জানুয়ারি: ৩১ ফুটের সরস্বতী প্রতিমার পুজো হবে পূর্ব বর্ধমান জেলার ভাতাড় থানার ঝুঝকোডাঙ্গা গ্রামে।একমাস আগেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পুরোদমে। ৩১ ফুটের প্রতিমার পাশাপাশি থাকছে পরিযায়ী শ্রমিক দরদী বলিউড অভিনেতা সোনু সুদ ও টলিউড নায়ক দেবের মূর্তিও।এই দুটি মডেল থাকবে মণ্ডপে।
বিশালাকার সরস্বতী প্রতিমা তৈরির জন্য ঝুঝকোডাঙ্গা গ্রামের কচিকাঁচার দলও চরম ব্যস্ত। একদল বাঁশ কাটায় ব্যস্ত।তো আর একদল মাঠ থেকে মাটি বয়ে আনছে। ঝুঝকোডাঙ্গা গ্রামের সম্প্রীতি ক্লাবের সরস্বতী পুজো ঘিরে দিনরাত এক করে খাটছেন মিসকিন মণ্ডল, প্রীতম বন্দ্যোপাধ্যায়রা। সম্প্রীতি ক্লাবের সম্প্রীতির সরস্বতী পুজোয় এবছরের থিম ‘করোনা ভাইরাস ও পরিযায়ী শ্রমিক’
গতবছর ৫১ ফুটের সরস্বতী প্রতিমা তৈরি করে জেলায় চমক সৃষ্টি করেছিল ঝুঝকোডাঙ্গা গ্রামের সম্প্রীতি ক্লাব।নামে যেমন সম্প্রীতি ক্লাব তেমনই এই পুজো হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের পুজো।
জানা যায় এই পুজোর মূল উদ্যোক্তা মুসলিম পরিবারের সন্তান মিসকিন মণ্ডল। এই তরুণ পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। তিনি জানান তাদের ক্লাবের পুজোয় গ্রামের হিন্দু মুসলিম আপামর মানুষ সহযোগিতা করেন।সরস্বতী পুজোয় মুছে যায় ধর্মের যাবতীয় বাধা।ঝুঝকোডাঙ্গা গ্রামের সরস্বতী পুজো উপলক্ষ্যে প্রায় ৭ দিন ধরে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।বসে মেলা। এবছরও তার ব্যতিক্রম হবে না। তবে করোনাবিধি মেনেই যাবতীয় অনুষ্ঠান হবে বলে জানান মিসকিন মণ্ডল।
ক্লাবের কর্মকর্তা শেখ ওয়াসিফ,প্রিয়তোষ সর্দাররা বলেন,”সরস্বতী পুজোয় পড়ুয়াদের মধ্যে এক আলাদা উন্মাদনা থাকে। আমাদের ক্লাবের পুজোয় বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও পুজোর কাছে স্বতস্ফূর্তভাবে হাত লাগিয়েছে। “
এমনিতেই বিগবাজেটের পুজো। প্রতিমা তৈরির জন্য বাঁশ, খড়, মাটি , দড়ি থেকে যাবতীয় উপকরণ গ্রামের লোকজন পালা করে যোগান দিচ্ছেন।তাই ক্লাবের খরচ অনেক কম হচ্ছে বলে জানান কর্মকর্তারা।
ঝুঝকোডাঙ্গার সম্প্রীতি ক্লাবের পুজোর থিমে ৩১ ফুটের সরস্বতী প্রতিমা তৈরির পাশাপাশি তৈরি হচ্ছে আরও দুটি মূর্তি। একটি মূর্তি বলিউড অভিনেতা সোনু সুদের। আর একটি টলিউড তারকা দেবের। কেন এই থিম? মিসকিন মণ্ডলের কথায়, ” লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের জন্য সোনু সুদের অবদান দেশবাসী জানেন। আবার অভিনেতা দেবও বহু পরিযায়ী শ্রমিকের বাড়ি ফেরার ব্যবস্থা করেছিলেন ওই কঠিন সময়ে। তাই তাদের মূর্তি আমরা মণ্ডপে রেখে তাদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাবো। এছাড়া করোনা ভাইরাস নিয়ে থিমও সিনারীর মাধ্যমে তুলে ধরা হবে।”