এইদিন ওয়েবডেস্ক,ওয়ারঙ্গল(তেলেঙ্গানা),০৮ জুন : তেলেঙ্গানার ওয়ারাঙ্গলের(Warangal) কাকাতিয়া মেডিক্যাল কলেজে পিজি অ্যানেসথেসিয়া প্রথম বর্ষে অধ্যয়নরত প্রীতি নামে এক হিন্দু ছাত্রীর আত্মহত্যার ঘটনায় বুধবার আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ । গত ২২ ফেব্রুয়ারী আত্মহত্যা করেন প্রীতি । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে একই কলেজের দ্বিতীয় বর্ষে পিজি অ্যানেসথেসিয়া অধ্যয়নরত ডাঃ সঈফের হয়রানির কারণেই প্রীতি আত্মহত্যা করেছেন । প্রীতি আত্মহত্যা মামলায় প্রধান অভিযুক্ত সঈফ । তাকে গ্রেফতার করা হয়েছে । ধৃতের বিরুদ্ধে ওয়ারঙ্গল মাত্তেওয়াদা থানায় ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩০৬,৩৫৪, ৩(১), এসসি/এসটি নৃশংসতা আইনের অধীনে মামলা নথিভুক্ত করে আদালতে হাজির করা হয় ।
ওয়ারাঙ্গলের এসিপি বনলা কিষাণ জানিয়েছেন, প্রীতি আত্মহত্যা মামলায় কেএমসি ছাত্র, কর্মকর্তা, এমজিএম কর্মকর্তা, অভিযুক্ত সাইফ সহ মোট ৭০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । মৃত প্রীতি এবং অভিযুক্ত সঈফের মোবাইল ফোনের কল ডেটা এবং হোয়াটসঅ্যাপ চ্যাট পরীক্ষা করা হয়। বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, চিকিৎসা ও ফরেনসিক বিশেষজ্ঞদের সহায়তায় প্রতিবেদন সংগ্রহ করা হয় ।
পুলিশ তদন্তে জানা গেছে যে দ্বিতীয় বর্ষে পিজি অ্যানেসথেসিয়া অধ্যয়নরত ডাঃ সঈফের লাগাতার হয়রানির কারনে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন ওই কলেজের পিজি অ্যানেসথেসিয়া প্রথম বর্ষের ছাত্রী প্রীতি । তাকে আত্মহত্যা করতে প্ররোচিত করেছিল সঈফ । ৭০ জনের সাক্ষীর বয়ানসহ ৯৭০ পৃষ্ঠার চার্জশিট তৈরি করে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।।