সেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১০ জুন : উচ্চ মাধ্যমিকে যুগ্মভাবে দশম স্থান অধিকার করলেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের বনপাশ শিক্ষানিকেতন বিদ্যালয়ের ছাত্রী পৃথা অধিকারী। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৯ । রেজাল্ট ঘোষণার পরই তার বাড়িতে শুভেচ্ছাবার্তা জানাতে হাজির হন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী,স্কুলের শিক্ষক শিক্ষিকাসহ বিশিষ্টজনেরা। পাশাপাশি জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা বনপাস স্কুলে এসে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা তুলে দেন পৃথার হাতে ।
ভাতারের বিঘরা গ্রামের বাসিন্দা পৃথা অধিকারী বাবা মায়ের একমাত্র সন্তান । বাবা কৌশিক অধিকারী পেশায় একজন কৃষক পাশাপাশি দোকানে দোকানে ঔষধ সাপ্লাই করেন। মা মামনি দেবী গৃহবধূ । মামনিদেবী জানান, ছোট থেকেই তাঁর মেয়ে পড়াশোনায় ভালো । অকারন সময় নষ্ট করত না ৷ যখনই সময় পেত পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতো । পৃথার ভবিষ্যতে অধ্যাপনা করতে চান বলে জানিয়েছেন মামনিদেবী ।
কলাবিভাগের ছাত্রী পৃথা শুধু পড়াশোনাতেই নয়, সঙ্গীত ও নৃত্যে সমান পারদর্শী। সঙ্গীত, নৃত্যে বিভিন্ন প্রতিযোগীতায় একাধিকবার পুরস্কৃত হয়েছে সে । উচ্চ মাধ্যমিকে তার এই নজরকাড়া সাফল্যে গর্বিত গ্রামবাসী ।।