• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের ভাল্কী-কুমীরখোলা গ্রামের বাসিন্দাদের অভাব নিত্যসঙ্গী

Eidin by Eidin
July 24, 2023
in জেলার খবর, রাজ্যের খবর
পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের ভাল্কী-কুমীরখোলা গ্রামের বাসিন্দাদের অভাব নিত্যসঙ্গী
6
SHARES
87
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০১ ফেব্রুয়ারী : যে কোনো যুগেই বেঁচে থাকার জন্য মানুষের প্রয়োজন ছিল আহারের। আদিম যুগে বনে বনে ঘুরে কেবলমাত্র খাদ্য সংগ্রহ করে মানুষ জীবন ধারণ করত। যাযাবর জীবন ছেড়ে মানুষ যখন সমাজবদ্ধ হলো তখন লজ্জা নিবারণের জন্য প্রয়োজন হয় বস্ত্র এবং আত্মরক্ষার জন্য বাসস্থানের। আধুনিক যুগে মাথার উপর ছাদ এবং চারপাশ ঘেরা – এইরকম একটা ঘরে নিশ্চিন্তে জীবন যাপনের স্বপ্ন দেখেন প্রতিটি মানুষ। সবারই আবার স্বপ্ন পূরণের সামর্থ্য থাকে না। তাদের জন্য এগিয়ে আসে দেশের সরকার। গরীব মানুষদের জন্য প্রয়োজনীয় ঘরবাড়ির ব্যবস্থা করে দেয়। কিন্তু আজও ওরা সেইসব থেকে বঞ্চিত। শুধু ঘরবাড়ি নয়, ভালভাবে বেঁচে থাকার জন্য নুন্যতম প্রয়োজনীয় আরও অনেক কিছু থেকেই ওরা বঞ্চিত। ওরা পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ ব্লকের ভাল্কী-কুমীরখোলা গ্রামের বাসিন্দা। দু’দিকে ঘন জঙ্গল। বনের বুক চিরে আউশগ্রাম থেকে অভিরামপুর যাওয়ার রাস্তার একপাশে সদ্য এই গ্রাম গড়ে উঠেছে। গ্রাম না বলে পাড়া বলাই ভাল। ১৯-২০ টা বাড়ি এবং মোটামুটি সত্তর জন মানুষকে নিয়ে গড়ে ওঠা বসতিকে আর যাইহোক গ্রাম বলা যায়না।
স্থান-সঙ্কুলানের অভাবের জন্য মাস আট-নয় আগে ওরা মূল গ্রাম থেকে সরে এসে বনদপ্তরের খাস জমিতে বাড়ি তৈরি করে বাস করে। বাড়ি বলতে চারপাশ ছিটেবেড়া দিয়ে ঘেরা। মাথার উপর তালপাতার ছাউনি। কেউ কেউ আবার টিন অথবা এ‍্যাসবেস্ট দিয়ে ঘেরা ও মাথার উপর তারই ছাউনি দেওয়া বাড়ি করেছে। সেটাও আবার স্থানীয় মহাজনের কাছে ধার করে। ধীরে ধীরে ধার শোধ করতে হয়।
আয় বলতে লোকের জমিতে কৃষি শ্রমিকের কাজ। সেখানেও কাজ পাওয়ার কোনো নিশ্চয়তা নাই। এখানে চাষাবাদ পুরোপুরি বৃষ্টির উপর নির্ভরশীল। যেমন এবছর বর্ষার সময় বৃষ্টির পরিমাণ খুবই কম। আবার সেচব্যবস্থার অপ্রতুলার জন্য সেভাবে চাষাবাদ হয়নি। স্বাভাবিকভাবেই মানুষের আয় কম। একশ দিনের কাজ করে কিছু আয় হবে সেই পথও বন্ধ। বিকল্প হিসাবে জঙ্গল থেকে শালপাতা সংগ্রহ করে বিক্রি করা হতো। কিন্তু কৃত্রিম পাতার ব্যবহার বেড়ে যাওয়ায় তারও বিক্রি কম। ফলে আয় আরও কম। বর্তমান বাজারে সংসার নির্বাহ করা কঠিন হয়ে পড়ছে। বুড়ো বেশরার বক্তব্য,রেশনে বিনামুল্যে চাল, গম, আটা না পেলে বউ-ছেলে নিয়ে না খেয়ে মরতে হতো। সেক্ষেত্রে হয়তো বাম আমলে ঘটে যাওয়া আমলাশোলের ঘটনার পুনরাবৃত্তি হতে পারত।
জলের অপর নাম জীবন। আমাদের রাজ্যে একটা সময় গ্রীষ্মকালে বাঁকুড়া বা পুরুলিয়া জেলার বাসিন্দাদের তীব্র জলকষ্টে ভুগতে হতো। এখন অবশ্য পরিস্থিতি অনেক পাল্টেছে। পাড়ার মধ্যে পানীয় জলের কল না থাকায় ভাল্কী-কুমীরখোলা গ্রামের বাসিন্দাদের প্রায় এক কিলোমিটার হেঁটে পুরনো গ্রাম থেকে জল আনতে হয়। বৃষ্টি বা প্রাকৃতিক বিপর্যয়ের সময় বিষয়টি খুবই কষ্টকর হয়ে পড়ে।
পাড়ার মধ্যে বিদ্যুতের আলো নাই। ভরসা রেশনে পাওয়া সামান্য কেরোসিন তেল। সন্ধ্যা নামতে না নামতেই চারদিক ঘন অন্ধকারে ঢেকে যায়। শোনা যায় শেয়ালের ডাক। হাতি এলে ইষ্টদেবতাকে স্মরণ করা ছাড়া অন্য কোনো উপায় নাই। আগে ভয় লাগত। এখন সব অভ্যাস হয়ে গেছে। সমস্যা হয় ছেলমেয়েদের পড়াশোনা করতে। দূরে দূরে যখন বিদ্যুতের আলো জ্বলছে ওরা তখন কেরোসিন তেলের সাহায্যে জ্বলা লণ্ঠনের আলোয় পড়ছে। তাও আবার খুব সামান্য সময়ের জন্য। তেল শেষ হয়ে গেলে শুধু পড়া বন্ধ হয়ে যাবেনা, পরের দিন থেকে অন্ধকারে থাকতে হবে। মাসে তো রেশনে একবারই তাও আবার সামান্য কেরোসিন তেল পাওয়া যায়। দু’চোখে বড় হওয়ার স্বপ্ন দেখা দশম শ্রেণির ছাত্রী লক্ষীর আকুল আবেদন,’সরকার থেকে যদি বিদ্যুতের ব্যবস্থা করে দিত তাহলে একটু বেশি সময় ধরে রাতের বেলায় পড়তে পেতাম। হয়তো সেক্ষেত্রে পরীক্ষার ফল ভাল হতে পারত। স্থানীয় প্রশাসন কি লক্ষীর আবেদন শুনতে পাচ্ছেন ?’
রান্না হচ্ছে বনের শুকনো ডালপালা দিয়ে। রান্নাঘর বলতে পলিথিন দিয়ে ঘেরা উঠানের মাঝে একটুকরো ছাউনি বিহীন জায়গা। বৃষ্টি হলে রান্না বন্ধ। সুতরাং উপোষ। জল খেয়ে শুয়ে পড়া। উজালা গ্যাসের কথা বলতেই আঁতকে ওঠে ওরা। তারপর অসহায় কণ্ঠে বলে – যেখানে দু’বেলা খাবার জোটাতে পারছিনা সেখানে গ্যাসে রান্না করার কথা ভাবাটা চরম বিলাসিতা। গ্যাস কেনার দাম কে দেবে শুনি? ‘দুয়ারে সরকার’ হওয়ার সময় সরকারের দুয়ারে ওরা অনেকবার গেছে। কিন্তু অনেক সমস্যার ওদের সমাধান হয়নি। জঙ্গলের মধ্যে বাস করলেও ‘দিদির সুরক্ষা কবজ’-এর কথা ওরা শুনেছে। ওদের আশা এবার হয়তো ‘দিদির দূত’-রা ওদের জন্য সুখবর নিয়ে আসবে। ওদের চাহিদা সামান্য- মাথার উপর ছাদ ও বেঁচে থাকার জন্য খাবার।
কথা হচ্ছিল আউশগ্রাম ২ ব্লক তৃণমূল সভাপতি রামকৃষ্ণ ঘোষের সঙ্গে। তিনি বললেন,’বিষয়টি আমরা জানি। সমস্যা দূর করার জন্য আমি বেশ কয়েকবার ওদের সঙ্গে আলোচনায় বসেছি। প্রশাসনের কাছে ওদের সমস্যা তুলে ধরেছি। দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রশাসনও সহানুভূতির সঙ্গে বিষয়টি বিবেচনা করছে ।’ তিনি আরও বললেন, ‘আমাদের বিধায়ক অভেদানন্দ থাণ্ডারও সক্রিয় উদ্যোগ নিয়েছেন।’
ব্লক সভাপতির কাছে জানা গেলো পানীয় জলের জন্য ওখানে খুব শীঘ্রই একটি পাম্প বসবে। ওদের জন্য সরকারি প্রকল্পে বাড়ির ব্যবস্থা করা হচ্ছে। বিদ্যুতের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা হয়েছে। এখন কবে ওদের প্রাথমিক সমস্যা দূর হয় তার জন্য শুধু অপেক্ষা।।

Previous Post

ভাতারের বলগোনার মাদ্রাসা থেকে নিখোঁজ সাড়ে ৯ বছরের পড়ুয়া

Next Post

অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে শারীরিক ও যৌন নির্যাতন চালানোর অভিযোগ ধর্মান্তরিত স্ত্রীর

Next Post
অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে শারীরিক ও যৌন নির্যাতন চালানোর অভিযোগ ধর্মান্তরিত স্ত্রীর

অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে শারীরিক ও যৌন নির্যাতন চালানোর অভিযোগ ধর্মান্তরিত স্ত্রীর

No Result
View All Result

Recent Posts

  • সন্ত্রাসী গোষ্ঠী হামাসকে সম্পূর্ণ নিকেশ না করে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি “অন্তহীন যুদ্ধ” ডেকে আনবে : বেঞ্জামিন নেতানিয়াহু
  • ক্যানেল শুকনো, পাশেই জলাভাবে ধান জমিতে ফাটল,সম্ভাব্য বিপুল ক্ষতির আশঙ্কায় শাসকদলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ভাতারের কৃষকরা
  • বিজেপি নেতানেত্রীকে খুনের হুমকি দেওয়া ও ‘কুত্তা’ বলা ফিরহাদ ঘনিষ্ঠ কাউন্সিলর আনোয়ার খানের ‘ডুগডুগি বাজিয়ে দেওয়া’র পালটা হুমকি দিলেন শুভেন্দু অধিকারী
  • ভোট কারচুপির অভিযোগের বিষয়ে ৭ দিনের মধ্যে হলফনামা জমা দিন : রাহুল গান্ধীকে ‘লাস্ট ওয়ার্নিং’ জ্ঞানেশ কুমারের
  • বাবা শাহরুখ খান ও মা গৌরী খানের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করলেন ছেলে আরিয়ান খান
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.