এইদিন ওয়েবডেস্ক,হারদোই(উত্তরপ্রদেশ),২৯ মে : উত্তরপ্রদেশের হারদোই জেলায় মুরগির খামারের মালিককে ইঁট দিয়ে থেঁতলে খুনের ঘটনা ঘটেছে । ঘটনাটি ঘটেছে হারদোই জেলার মাল্লাওয়ান কোতোয়ালির অন্তর্গত কারওয়া গ্রামে । মৃতের নাম রামাশ্রয় দিবাকর(৪৬) । ভোররাতে তার রক্তে ভেজা ক্ষতবিক্ষত দেহটি মুরগির খামারের মধ্যে পড়ে থাকতে দেখা যায় । পাশেই পড়ে ছিল রক্ত মাখা ইট সেই ইট দিয়েই রামাশ্রয় দিবাকরকে থেঁতলে হত্যা করেছে বলে মনে করা হচ্ছে । এদিকে নৃশংস এই হত্যাকাণ্ডের পর গ্রাম জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশবাহিনী । পুলিশ মৃতদেহ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য পাঠায় । এই বিষয়ে এসএইচও মল্লওয়ান শেশনাথ সিং বলেন,’রামাশ্রয় দিবাকরকে ইট দিয়ে পিষে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। তার পরিবারের সদস্য ছাড়াও কয়েকজন গ্রামবাসীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে, রিপোর্ট আসার পরই হত্যার বিষয়ে স্পষ্ট করে জানা যাবে ।’
জানা গেছে,মাল্লাওয়ান কোতোয়ালির কারওয়ার বাসিন্দ রামাশ্রয় দিবাকর গ্রামের প্রধান ছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে কল্যাণী নদীর তীরে তার একটি মুরগির খামার রয়েছে । রামাশ্রয় প্রায়ই সন্ধ্যায় পোল্ট্রি ফার্মে যেতেন। শনিবারও সেখানে গিয়েছিলেন । রবিবার ভোর রাতে মুরগির খামার থেকে কয়েকজন গ্রামবাসী তার রক্তে ভেজা নিথর দেহটি পড়ে থাকতে দেখে ।।

