জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,পূর্ব বর্ধমান,০১ মার্চ : অসময়ে ঘন ঘন নিম্নচাপ জনিত বৃষ্টিপাতের কারণে পশ্চিমবঙ্গের আলুর গোলা হুগলির আরামবাগ, তারকেশ্বর অথবা পূর্ব বর্ধমানের গলসী প্রভৃতি এলাকায় আলুচাষ শুরু করতে যথেষ্ট দেরি হয়। পরপর নিম্নচাপ এবং শেষ পর্যন্ত ফলন হবে তো – এই দুই আশঙ্কা মাথায় নিয়ে চাষীরা বিনিদ্র রজনী কাটালেও, ফলন যাই হোক, অবশেষে আলু তোলার সময় হয়ে এসেছে। সরকারি নির্দেশ মেনে ১ লা মার্চ থেকে খুলতে চলেছে রাজ্যের সমস্ত হিমঘর । স্থানীয় এলাকার আলু উঠতে দেরি হলেও ইতিমধ্যে অন্য রাজ্য থেকে আলু আসতে শুরু করেছে। আলু উঠতে শুরু করলে ফের দেখা যাবে সেই পরিচিত দৃশ্য ।অতিরিক্ত ‘ট্রিপ’ ও আয়ের আশায় চাষীর অথবা ব্যবসায়ীর আলু নিয়ে নিয়ন্ত্রণহীন দ্রুত গতিতে ছুটে চলবে মোটর ভ্যান, ট্রাক্টর অথবা লরি । আউশগ্রাম ও মঙ্গলকোটের অধিকাংশ হিমঘর অবস্থিত প্রধান সড়কের পাশে । ফলে দেখা যাবে সেই যানজট এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রচুর । সতর্ক হতে হবে প্রশাসনকে। এখন দেখার অতীতের মত প্রশাসন আগাম কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেয় কিনা ।।