এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১৮ জুলাই : নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পরাজিত করতে জোট বেঁধেছে কংগ্রেস ও বিভিন্ন আঞ্চলিক দলগুলি । কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে সেই মহাজোটের দ্বিতীয় দফার বৈঠক চলছে । মহাজোটের মূল উদ্যোক্তা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বর্তমানে বেঙ্গালুরুতে রয়েছেন । কিন্তু বৈঠকের দ্বিতীয় দিনেই তাঁকে চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে ।
কারন বিহারের সুলতানগঞ্জ ব্রিজ ধসের জন্য নীতীশ কুমারকে দায়ী করে পোস্টার পড়েছে বেঙ্গালুরুর প্রধান রাস্তার মোড়ে মোড়ে । যেখানে পোস্টারগুলি পড়েছে তার ঠিক ঢিল ছোড়া দূরত্বেই হচ্ছে মহাজোটের দ্বিতীয় দফার বৈঠক । তবে কারা পোস্টার লাগিয়েছে তা স্পষ্ট নয় । বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ ।
একটি পোস্টারে বলা হয়েছে, ‘সুলতানগঞ্জ ব্রিজ ধস বিহারকে নীতীশ কুমারের উপহার । যার শাসনে বিহারের সেতুগুলি বেশিদিন টিকছে না,তার নেতৃত্বে বিরোধী দলগুলো কীভাবে টিকবে ?’ আরেকটি পোস্টারে লেখা হয়েছে,’অস্থির প্রধানমন্ত্রী প্রার্থী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে লাল গালিচা দিয়ে স্বাগত জানায় বেঙ্গালুরু ।’ উল্লেখ্য, গত বছর এপ্রিলে বিহারের সুলতানগঞ্জ ব্রিজ ধসে পড়ে । এরপর চলতি বছরের জুন নাগাদ ফের একটি ব্রিজ ভেঙে পড়ে ৷।

