এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ অক্টোবর : ফের কলকাতার দমদমে নেতাজী সুভাসচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে বিমান উড়িয়ে দেওয়ার হুমকি এল । এক্স হ্যান্ডেলের একটা পোস্টে হুমকি দেওয়া হয় যে ৭ টি বিমানে বোমা রাখা হয়েছে । এমনিতেই ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দমদম বিমানবন্দের টানা ১৫ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ করা হয়েছে ৷ বাতিল করা হয়েছে দূরপাল্লার বহু ট্রেনও ৷ আজ বৃহস্পতিবার
সন্ধ্যে ৬:১৫ থেকে শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকবে। ঘূর্ণিঝড়ের কারণে আগাম সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। তার মাঝে এই হুমকি পোস্টের পর ওই ৭ টি বিমানকে জরুরি ভিত্তিতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়। বিমানগুলি পরীক্ষা করা হয়েছে,কিন্তু কোনো সন্দেহজক বস্তুর অস্তিত্ব পাওয়া যায়নি৷ ওই পোস্ট খতিয়ে দেখছে পুলিশ ।
দমদমে নেতাজী সুভাসচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা বিস্ফোরণের হুমকি পোস্ট এই প্রথম নয় । দুদিন আগে বিমানবন্দরের ই-পোর্টালের ল্যান্ডলাইন নম্বরে একই হুমকি ফোন আসে । বলা হয়, মাঝ-আকাশে হাইজ্যাক করা হবে এয়ার ইন্ডিয়ার বিমান ৷ রাখা রয়েছে হাইড্রোজেন বোমা ৷ এছাড়া একটা হুমকি পোস্টের পর আকাসা এয়ার ওয়েজের বিমানকে মাঝ আকাশ থেকে জরুরি অবতরণ করানো হয়। কিন্তু বিমানে বোমা পাওয়া যায়নি । কিন্তু দমদম বিমানবন্দরে বারবার এই হুমকিতে চিন্তায় কর্তৃপক্ষ ।।