এইদিন ওয়েবডেস্ক,পর্তুগাল,০৮ নভেম্বর : লিথিয়াম উত্তোলন ও হাইড্রোজেন প্রকল্পে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছে পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তার চিফ অব স্টাফ । তার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী । দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে প্রধানমন্ত্রী কস্তার বিরুদ্ধেও তদন্ত শুরু করার ঘোষণা করে পর্তুগালের প্রসিকিউটর অফিস।
তবে পদত্যাগ করার আগে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ৬২ বছর বয়সী কস্তা। তিনি বলেন,’আমি বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রাখি, আমি পর্তুগিজদের চোখে চোখ রেখে বলতে চাই যে আমার বিবেক যে কোনও অবৈধ বা নিন্দিত কাজ থেকে পরিষ্কার । যদি সন্দেহ থাকে, বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সেগুলি দেখার জন্য স্বাধীন … আমি আইনের ঊর্ধ্বে নই ।’
পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা কস্তার পদত্যাগ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে । এদিকে, বিরোধীরা অবিলম্বে সরকারকে বরখাস্তের দাবি জানিয়েছে । কারন পর্তুগালের আবাসন মন্ত্রীকেও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তার পদত্যাগের কথা ঘোষণার কয়েক ঘণ্টা আগে পর্তুগিজ পুলিশ চিফ অব স্টাফ ভাইটর এসকারিয়াকে গ্রেফতার করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী । দুর্নীতির তদন্তে বেশ কয়েকটি সরকারি ভবনে অভিযান চালানোর সময় গ্রেপ্তার হন তিনি। তদন্তকারী বিচারক ভিটর এসকারিয়া, কস্তার চিফ অফ স্টাফ, সাইন্স শহরের মেয়র এবং আরও তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলে প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানিয়েছে ।
পর্তুগালের প্রসিকিউটর অফিস জানিয়েছে, প্রধানমন্ত্রীর নামে হওয়া এ দুর্নীতির বিষয়টি দেখছেন সুপ্রিমকোর্ট। যে হাইড্রোজেন ও লিথিয়াম উত্তোলন প্রকল্পে দুর্নীতির জেরে পর্তুগালের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন, সেটিতে মূলত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থেই চলে ।।