এইদিন ওয়েবডেস্ক,লিসবন,৩১ আগস্ট : হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে স্থানের অভাবে একজন ভারতীয় গর্ভবতী পর্যটকের(৩৪) মৃত্যুর পর পদত্যাগ করেছেন পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী মার্তা তামিদো । লিসবনের হাসপাতালের মধ্যে স্থানান্তর করার সময় ওই মহিলার কার্ডিয়াক অ্যারেস্টে গিয়েছিলেন বলে জানা গেছে । পতুর্গালের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পর্তুগালের বৃহত্তম হাসপাতাল, রাজধানী লিসবনে ও সান্তা মারিয়ায় ম্যাটার্নিটির ইউনিটে কোনও ঘর ছিল না । ওয়ার্ডে লোকবলের অভাব রয়েছে । তাই গর্ভবতী পর্যটককে ভর্তি করা সম্ভব হয়নি । তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল । কিন্তু সেখানে পৌঁছানোর সময় রাস্তাতেই মৃত্যু হয় ওই মহিলার । আর এরপরেই পদত্যাগের সিদ্ধান্ত নেন স্বাস্থ্যমন্ত্রী মার্তা তামিদো ।
মার্তা তামিদো ২০১৮ সাল থেকে পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন । দেশকে করোনা মহামারীর ভয়াবহতা থেকে সফলভাবে বের করে আনার কৃতিত্ব তাঁর । প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা মঙ্গলবার জানিয়েছেন,ওই গর্ভবতী মহিলার মৃত্যুর পর স্বাস্থ্যমন্ত্রী মার্তা টেমিডো তাঁর পদত্যাগ পাঠিয়ে দিয়েছিলেন । তিনি তা গ্রহণ করেছেন ।।