এইদিন স্পোর্টস নিউজ,০৫ জুন : ইউরো কাপের আগে প্রস্তুতি ম্যাচে ইতালিকে হারিয়ে দিল পর্তুগাল । মঙ্গলবার (৪ জুন ২০২৪) রাতে মাঠে নেমেছিল গত দুই আসরের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল ও ইতালি। ফিনল্যান্ডের বিপক্ষে রোনালদোবিহীন পর্তুগাল সহজ জয় পেলেও তুরস্কের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইতালি। এরপর নিয়মিতদের ছাড়াই ফিনল্যান্ডের বিপক্ষে মাঠে নামে পর্তুগাল। তবুও জয় পেতে কষ্ট করতে হয়নি তাদের। পুরো ম্যাচে মাঠ জুড়ে দাপিয়ে বেড়িয়েছে পর্তুগাল। যদিও শেষ দিকে দুই গোল দিয়ে ম্যাচটা কিছুটা জমিয়ে দিয়েছিল ফিনল্যান্ড। লিসবনে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় পর্তুগাল। ১৭ মিনিটে দিয়াস এবং প্রথমার্ধ বাড়ানো সময়ে গোল করেন দিয়েগো জোতা। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ব্রুনো ফার্নান্দেস চমৎকার এক গোল করেন। তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় ফিনল্যান্ড। তবে পাঁচ মিনিটে দুই গোল দিয়ে ম্যাচ জমিয়ে তোলে সফরকারীরা। ৭২ ও ৭৭ মিনিটে গোল করেন তেমু পুক্কি। তবে ৮৪ মিনিটে আরও একবার জালের দেখা পান ব্রুনো ফার্নান্দেস। তাতে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। এই ম্যাচে ছিলেন না রোনালদো।
ইউরোর বাছাইপর্বে পর্তুগালের পারফরম্যান্স ছিল দুর্দান্ত । ১০ ম্যাচের সবগুলোই জিতেছিল তারা। গোল করেছিল ৩৬টি, হজম করেছিল মাত্র দুটি গোল ।পর্তুগাল জয় পেলেও ড্র করেছে ইতালি। বোলোনিয়ার রেনাতো স্টেডিয়ামে দুই দলই সমানে সমান ফুটবল খেলে। পুরো ম্যাচে ইতালি নিয়েছে ১১টি শট, বিপরীতে তুরস্ক নিয়েছে ১০টি। তবে কোন দলই সাফল্য পায়নি । এদিকে ম্যাচে জয় না পেলেও একটি রেকর্ড অক্ষুণ্ণ রেখেছে ইতালি। তুরস্কের বিপক্ষে কখনই হারেনি তারা। আগের ১২ টার মধ্যে ৯ ম্যাচে জিতেছিল ইতালি, বাকি তিন ম্যাচ ড্র হয়েছে। আগামী ১৪ জুন জার্মানিতে শুরু হতে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইতালি আছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল হল স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া।।