এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৩ জুলাই : পর্নোগ্রাফি মামলায় এবার বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টিকে জিজ্ঞাসাবাদ শুরু করল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ । শুক্রবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা শিল্পা শেট্টির জুহুর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে । রেকর্ড করা হচ্ছে তাঁর বক্তব্য । পর্ণো ভিডিও তৈরি ও নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে তা ছড়ানোর অভিযোগে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন শিল্পা শেট্টির স্বামী তথা ব্যাবসায়ী রাজ কুন্দ্রা । আগামী ২৭ জুলাই পর্যন্ত তাঁর পুলিশ হেফাজতের মেয়াদ । পুলিশের সন্দেহ,যে সার্ভারের মাধ্যমে অশ্লীল ভিডিও দেখানো হত তার ডেটা মুছে ফেলার চেষ্টা করা হয়েছে । উল্লেখ্য,রাজ কুন্দ্রার বাড়িতে তল্লাশির সময় ওই সার্ভারের হদিশ পায় ক্রাইম ব্রাঞ্চ । সেই সঙ্গে পাওয়া যায় একাধিক ভিডিও ।
শিল্পা শেট্টিকে লাগাতার জেরা করে যাওয়া হচ্ছে কারন উনিও এক সময় রাজ কুন্দ্রার কোম্পানি ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেডের’ ডিরেক্টর ছাড়াও তাঁর স্বামীর জেএল স্ট্রিম অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও ছিলেন ।
তাই ২০২০ সালের ডিসেম্বরে শিল্পা কেন ভিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর পদ থেকে সরে যান, এই বিষয়ে তদন্তকারী আধিকারিকরা জানতে চাইছেন । এছাড়া ক্রাইম ব্রাঞ্চ শিল্পা শেট্টির ব্যাঙ্ক অ্যাকাউন্টিগুলিও খতিয়ে দেখতে পারে বলে খবর । পুলিশ জানিয়েছে,রাজ কুন্দ্রা অনলাইন জুয়াও খেলতেন । যার জন্য উনি নিজের ইয়েস ব্যাঙ্কের অ্যাকাউন্টি ব্যাবহার করতেন । তার প্রমান পাওয়া গেছে বলে দাবি পুলিশের ।
পর্ণো ভিডিও মামলাটি প্রকাশ্যে আসে ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে । এই মামলায় এযাবৎ রাজ কুন্দ্রাসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে । রাজ কুন্দ্রার অ্যাপ হটশটস-এ পর্ণো ভিডিও বানানোর জন্য প্রতিদিন একটি করে নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছিল বলে জানতে পেরেছে তদন্তকারী আধিকারিকরা । মুম্বই পুলিশের সন্দেহ, রাজ পর্নোগ্রাফির মাধ্যমে অর্জিত অর্থ অনলাইন জুয়া খেলার জন্য ব্যবহার করেছিলেন । তাই রাজ কুন্দ্রার ইয়েস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ আফ্রিকা অ্যাকাউন্টের মধ্যে লেনদেনের বিষয়টি ক্রাইম ব্রাঞ্চ খতিতে দেখতে পারে বলে জানা গেছে ।।