এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০১ ফেব্রুয়ারী : ভাইর্যাল জ্বরে আক্রান্ত হলেন বাংলাদেশের বহু চর্চিত নায়িকা অন্তসত্ত্বা পরীমনি । এদিকে মাদক মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে এদিন মঙ্গলবার । তাই অসুস্থতার কারন দেখিয়ে আদালতের কাছে সময় চেয়েছিলেন অভিনেত্রীর আইনজীবী নীলাঞ্জনা সুরভী রিফাত । সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১ মার্চ শুনানির পরবর্তী দিন ধার্য্য করেছেন বিচারক ।
প্রসঙ্গত,গত বছর ৪ আগস্ট ঢাকায় বনানী এলাকায় পরীমনির বাড়িতে অভিযান চালায় র্যাব । উদ্ধার হয় বিপুল পরিমান বিদেশী মদ । এরপর অভিনেত্রীকে সদর দপ্তরে নিয়ে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে র্যাব । পরে তাঁকে বনানী থানার হাতে তুলে দেওয়া হয় । তারপর ৫ আগস্ট র্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনিসহ ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রজু করে । গত ৪ অক্টোবর মামলার তদন্তকারী আধিকারিক তথা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেন । ১৫ নভেম্বর চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ । এরপর মামলাটি বিশেষ জজ আদালত ১০-এ বদলি করা হয় ।
এজাহারে উল্লেখ করা হয়, ২০১৬ সাল থেকে মাদকে আসক্ত হয়ে পড়েন পরীমনি । তিনি বাড়িতে একটি কার্যত ‘মিনিবার’ তৈরি করে রেখেছিলেন । বাড়িতে নিয়মিত ‘মদের পার্টি’ হত । চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তাঁর বাড়িতে বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদক সরবরাহ করতেন ও পার্টিতে অংশ নিতেন বলে চার্জশিটে উল্লেখ করা হয় বলে জানা গেছে ।।