এইদিন ওয়েবডেস্ক,বেরেলি,২০ মে : এখনই যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ না করা হয় তাহলে ভবিষ্যতে আর থাকার জায়গা থাকবে না,তাই সমাজের স্বার্থে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের প্রাণিসম্পদ মন্ত্রী ধরমপাল সিং । শুক্রবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন,’ইউপিতে আইন ও ন্যায়বিচারের শাসন রয়েছে। এটাই স্বর্ণযুগ।’
রাজ্যে গরু পাচারের ঘটনায় তিনি বলেন,’আগে কসাই দেখলে গরু কাঁপত। বিজেপি সরকার আসার পর থেকে কসাইরা কাঁপছে। চলতি মাসের মধ্যেই সব গোচারণ জমি দখলমুক্ত করা হবে। জবরখল মুক্ত জমিতে সবুজ পশুখাদ্য রোপণের ব্যবস্থা করা হবে। বেরিলিতে জমি চিহ্নিত করা হয়েছে। চলতি মাসের মধ্যেই সব গোচারণ জমি দখলমুক্ত করা হবে ।’ তিনি সাফ জানিয়ে দিয়েছেন,যারা গরু রাস্তায় ছেড়ে দিয়ে যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং পশু নিষ্ঠুরতা আইনে জেলে যাবে।’
রাজ্যের গোবংশের জন্য জেলায় খড়ের ব্যাঙ্ক স্থাপন করা হয়েছে বলে তিনি জানান । ধরমপাল সিং বলেন,’ব্লক প্রধানরা তাদের স্তর থেকে ৫০ কুইন্টাল করে ভুসি দান করার কথা বলেছেন । এছাড়া সমাজের মানুষ খড় দান করছেন এবং সরকারও ব্লক স্তরে খড় কিনছে । তিনি বলেন, ‘আগামী দিনে গ্রামে যাতে পশুখাদ্য, খড়,জল, বসবাস ও আলোর কোনো ঝামেলা না হয়, গরু যেন ভালো থাকে সেদিকে নজর দেওয়া হচ্ছে । এই বিষয়ে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে ।’ মালিক বিহীন গরুর সেবায় বেরেলি ইউপিতে রোল মডেল হয়ে উঠেছে বলেও দাবি করেন তিনি ।।