এইদিন ওয়েবডেস্ক,কোচি(কেরালা),১৮ জানুয়ারী : জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী খ্রিস্টান বংশোদ্ভূত অমলা পল (Amala Paul) অভিযোগ করেছেন যে তাঁকে কেরালার এর্নাকুলামে অবস্থিত থিরুভাইরানিকুলাম মহাদেব মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে । অভিনেত্রী অভিযোগ করেছেন, সোমবার তিনি মন্দিরে পূজো করতে গেলে তাঁর ধর্ম পরিচয়ের কারনে মন্দিরে ঢুকতে দিতে অস্বীকার করে মন্দির কর্তৃপক্ষ । কর্তৃপক্ষের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় থিরুভাইরানিকুলাম মহাদেব মন্দিরে শুধুমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারবে । ফলে তিনি মন্দিরের সামনের রাস্তা থেকেই ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন ।
পরে মন্দিরের ভিজিটর রেজিস্টারে নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি লিখেছেন,’এটা দুঃখজনক এবং হতাশাজনক যে ২০২৩ সালেও ধর্মীয় বৈষম্য এখনও বিদ্যমান । আমি দেবতার কাছে যেতে পারিনি কিন্তু দূর থেকে আত্মা অনুভব করতে পেরেছি । আমি আশা করি সেখানে শীঘ্রই ধর্মীয় বৈষম্যের পরিবর্তন হবে। সময় আসবে এবং আমরা সকলের সাথে সমান আচরণ করব, ধর্মের ভিত্তিতে নয় ।’
একত্রিশ বছর বয়সী অভিনেত্রী অমলা পাল দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী । তিনি মালায়লাম, তামিল এবং তেলেগু ভাষার বহু ছবিতে অভিনয় করেছেন । তাঁকে অজয় দেবগন অভিনীত ভোলাতে দেখা যাবে ।।