এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৮ ডিসেম্বর : প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা নঈম সৈয়দ ওরফে জুনিয়র মেহমুদ । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর । দীর্ঘদিন ধরেই শারিরীক অসুস্থতায় ভুগছিলেন মেহমুদ । সম্প্রতি তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয় । কিন্তু বৃহস্পতিবার ও শুক্রবার মধ্যরাতে প্রায় ২.০০ টার দিকে মুম্বাইয়ে তার খারওয়ালে বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তাঁর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে । জুনিয়র মাহমুদ স্টেজ ৪ পাকস্থলীর ক্যান্সারে ভুগছিলেন এবং হাসপাতালে ভর্তি ছিলেন । হাসপাতালে ভর্তি জুনিয়র মেহমুদ বলিউড সুপারস্টারের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন । দিন কয়েক আগেই মেহমুদের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে যান বলিউডের আরও এক কৌতুক অভিনেতা জনি লিভার ও সুপারস্টার জিতেন্দ্র । আজ শুক্রবার বিকেলে জুমার নামাজের পর অভিনেতাকে কবরস্থ করা হবে বলে জানিয়েছেন জুনিয়র মাহমুদের ছেলে হাসনাইন ।
১৯৬৭ সালে সঞ্জীব কুমার, বলরাজ সাহানী এবং ইন্দ্রাণী মুখোপাধ্যায় অভিনীত ‘নৌনিহাল’ ছবিতে শিশু অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন জুনিয়র মেহমুদ । পাঁচ দশকের অভিনয় জীবনে ২৫০টিরও বেশি ছবিতে কাজ করেছিলেন তিনি । বোম্বে টু গোয়া, নাতাত, ব্রহ্মচারী এবং গুরু অর চেলার মতো ছবিতে কাজ করে দর্শকদের মন জয় করে নেন মাহমুদ । তাকে সেই যুগের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে গণ্য করা হয় ।
একটি মিডিয়া চ্যানেলকে মাহমুদের ছেলে হাসনাইন জানান,মাত্র ১৮ দিন আগে তার বাবার পাকস্থলীর ক্যান্সারের ধরা পড়ে । দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল টাটা মেমোরিয়াল হাসপাতালের ডিন বলেছিলে যে এখন তার জীবনের মাত্র দুই মাস বাকি এবং এমন পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখা ঠিক হবে না । এখন অভিনেতা আর নেই ।।