এইদিন বিনোদন ডেস্ক,২৫ সেপ্টেম্বর : বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান সংগীত থেকে বিদায় নেওয়ার ঘোষণা করেছেন। তবে তার এই ঘোষণার পর গুঞ্জন উঠেছে যে, তিনি কি গান ও অভিনয় ছেড়ে পাকাপাকিভাবে কঠোর ইসলামি রীতিনীতি অনুসরণ করতে চলেছেন ? সাম্প্রতিক কিছু ছবি ও মন্তব্যে এই জল্পনা আরও জোরালো হয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে মঞ্চ থেকেই তাহসান ঘোষণা করেন, তিনি আর গাইবেন না। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “মেয়ে বড় হচ্ছে, দাড়ি পেকে যাচ্ছে, এই বয়সে আর মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায় না।” তিনি বলেন,”তবে ঢাকায় একটি শেষ কনসার্ট করে তিনি চূড়ান্ত বিদায় নেবেন।”
তার এই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাকে লম্বা দাড়ি ও ইসলামিক বই হাতে দেখা গেছে। এতে ভক্তদের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে, তিনি ধর্মীয় কারণে সংগীত ও অভিনয় জগত ছাড়ছেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাহসান নিজেকে একজন ‘প্র্যাকটিসিং মুসলিম’ হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি বলেন, “আগে খুব একটা ধার্মিক ছিলাম না। এখন বুঝতে পারছি, মানুষের প্ল্যান সবসময় কাজ করে না, যা হওয়ার সেটাই হয়।” তবে শিল্পির ঘনিষ্ঠ মহল সূত্রে খবর,সর্বদা “আল্লাহ”র সংস্পর্শে থাকতে তিনি মসজিদের ইমাম হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন । এই কারনে তিনি প্রস্তুতিও নিচ্ছেন বলে সূত্রের দাবি ।।