শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),২৯ মার্চ : বেশ কয়েক বছর আগে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে একটি পুকুর বেআইনি ভাবে ভরাটের অভিযোগ উঠেছিল জনৈক এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে । এনিয়ে স্থানীয় ভূমি সংস্কার দপ্তরে (বিএলআরও) অভিযোগ দায়েরের পর পুকুরটি পরিদর্শনও করা হয় । কিন্তু বন্ধ হয়নি পুকুর ভরাটের কাজ । অবশেষে পুকুরটি পরিদর্শনে এলেন জেলা প্রশাসনের কর্তারা ।
জানা গেছে,ভাতার বাজারের প্রায় মধ্যস্থলে রয়েছে সগরাল নামে ওই পুকুরটি। পালাড় মৌজায় ২৯৬৫ দাগ নম্বরের এই পুকুরটি রয়েছে বেশ কয়েকজন শরিকের নামে রয়েছে । স্থানীয়রা জানিয়েছেন, ভাতার বাজারের বেশ কিছুটা অংশের জল নিকাশ সগরাল পুকুরেই হত এক সময়ে । অভিযোগ, কয়েকজন শরিক বেআইনিভাবে পুকুরটি বুজিয়ে দিয়েছেন । পুকুরের দক্ষিণাংশ থেকে মাটি ভরাট শুরু করে অর্ধেকের বেশি ভরাট করা হয়ে গিয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, বেআইনি ভরাট নিয়ে স্থানীয়দের মধ্যে বেশকিছুদিন ধরে চাপানউতোর চলছিল। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে ভূমি দফতরে অভিযোগও জানানো হয় । ভাতার বাজারের মতো জনবহুল এলাকায় একটি বড় পুকুর কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে ভরাট হচ্ছিল তা নিয়েও প্রশ্ন ওঠে । অবশেষে শুক্রবার মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস সহ প্রশাসনিক কর্তারা অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা পুকুরটি সরেজমিনে খতিয়ে দেখে যান । স্থানীয় বাসিন্দাদের আশা যে এবারে পুকুরটি পূর্বাবস্থায় ফেরানোর ব্যবস্থা করা হবে ।

গতকাল ভাতারের বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজকর্ম পরিদর্শন করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী। সঙ্গে ছিলেন মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, বিডিও দেবজিত দত্ত, ভাতাড়,ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক প্রদীপ মন্ডল, ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ শফিকুল আলম, ভাতার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমিত কুমার হুই সহ অন্যান্যরা। ভাতারের নাসিগ্ৰাম এলাকায় পরিত্যক্ত স্টেডিয়ামের পরিস্থিতি খতিয়ে দেখেন জেলা শাসক । ভাতাড় ও মন্তেশ্বর সীমান্তবর্তী এলাকায় স্টেডিয়ামটি দীর্ঘদিন ধরে ক্রিয়া চর্চা না হয় । ঝোপ জঙ্গলে ভর্তি স্টেডিয়ামটি । স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তে পরিদর্শনের পর ভাতারের আলিনগর স্টেডিয়ামে যান জেলা শাসক । ভাতারের প্রাক্তন কংগ্রেস বিধায়ক ও পূর্তমন্ত্রী স্বর্গীয় ভোলানাথ সেনের আমলে নির্মাণ হয়েছিল আলীনগরের স্টেডিয়ামটি। দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে সেটি। ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী ওই স্টেডিয়ামটি সংস্কারের জন্য দীর্ঘ দিন ধরে তদারকি করে আসছেন। ইতিমধ্যেই বিধায়ক উন্নয়ন তহবিল থেকে স্টেডিয়ামটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলাশাসক আলিনগরের স্টেডিয়ামটির পরিবেশ পরিকাঠামো খতিয়ে দেখেন। সেখান থেকে ভাতার বাজারে পূর্ত দপ্তরের একটি জায়গায় বাসস্ট্যান্ড নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী। সেই জায়গাটিও পরিদর্শন করেন জেলা শাসক।।