এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০২ সেপ্টেম্বর : হাসপাতালের বায়োমেডিকেল ওয়েষ্টেজ রুটিন মাফিক পরিষ্কার করছে না দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা । ফলে ওই বর্জ্য থেকে ছড়াচ্ছে দূষণ । হাসপাতাল কর্তৃপক্ষকে এনিয়ে বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ । শেষে রাতের অন্ধকারে হাসপাতাল সুপারের অফিস ঘরের সামনে ময়লা ওই সমস্ত ফেলে প্রতিবাদ জানালেন স্থানীয় বাসিন্দারা । বুধবার রাতে কাটোয়া মহকুমা হাসপাতালের এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । যদিও তখন নিজের অফিসে ছিলেন না হাসপাতালের সুপার ধীরাজ রায় । কর্মীদের কাছ থেকে তিনি ঘটনার কথা শোনার পর কার্যত তেলেবেগুনে জ্বলে ওঠেন সুপার ধীরাজ রায় । তিনি জানান, এনিয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করবেন ।
জানা গেছে, কাটোয়া কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসাজনিত বর্জ্য বা বায়োমেডিকেল ওয়েষ্টেজ রাখার জন্য একটি নির্দিষ্ট জায়গা রয়েছে । হাসপাতালে মৃতদেহ রাখার ঘরের পিছনদিকে সাইকেল স্ট্যান্ডের কাছাকাছি ওই সমস্ত বর্জ্য রাখার জন্য পৃথক একটি ছাউনি দেওয়া ঘেরা জায়গা রয়েছে । ঘরে রয়েছে ঢাকনা দেওয়া পাত্র । তাতে হাসপাতালের যাবতীয় বর্জ্য সামগ্রী ফেলা হয় । ওই আবর্জনা পরিষ্কারের জন্য একটি এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে ।
কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,দীর্ঘদিন ধরে ওয়েষ্টেজ কালেকশন সেন্টারের আবর্জনা পরিষ্কার করা হয়নি । ফলে ঢাকনা দেওয়া পাত্র ছাপিয়ে গোটা ঘর ভর্তি হয়ে গেছে বায়োমেডিকেল ওয়েষ্টেজে । বর্তমানে ওই সমস্ত ময়লা উপচে ঘরের বাইরে পর্যন্ত চলে এসেছে । এর ফলে একদিকে যেমন এলাকায় দূর্গন্ধ ছড়াচ্ছে,পাশাপাশি কুকুর ও কাকে সেগুলি মুখে করে তুলে নিয়ে গিয়ে হাসপাতাল সংলগ্ন বাড়িগুলিতে গিয়ে ফেলছে । স্থানীয়দের আশঙ্কা ওই ময়লা থেকে কোনও রোগের সংক্রমণ না ছড়িয়ে পড়ে ।
স্থানীয় সুত্রে খবর,বুধবার রাত্রি প্রায় সাড়ে এগারোটা নাগাদ হাসপাতালের এক কর্মীর নজরে পড়ে হাসপাতালের ওয়েষ্টেজ কালেকশন সেন্টার থেকে বেশ কিছু বর্জ্য এনে সুপারের ঘরের সামনে কেউ বা কারা ফেলে চলে গেছে । যদিও তখন হাসপাতাল সুপার ধীরাজ রায় অফিসে ছিলেন না । কর্মীদের কাছ থেকে ঘটনার কথা শুনে তিনি চরম ক্ষুব্ধ হন ।
সুপার বলেন, ‘আবর্জনা সময়মতো তুলে নিয়ে যাওয়ার জন্য আগেই আমি ওই এজেন্সির সঙ্গে কথা বলেছিলাম । তারাও ঠিকঠাক দায়িত্ব পালন করবেন বলে আশ্বাসও দিয়েছিল ।’ পাশাপাশি অফিসের সামনে আবর্জনা ফেলে দিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা ময়লা ফেলেছেন তাঁদের চিহ্নিত করার পর এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে ।’।