এইদিন ওয়েবডেস্ক,বারাকপুর,২০ মে : উত্তর ২৪ পরগণা জেলার বারাকপুরে ভোটগ্রহণ শুরু হতেই লোডশেডিং-এর কারনে একাধিক বুথে ভোট বন্ধ করে রাখা এবং এক তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরি করার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং । লোডশেডিং নিয়ে তিনি টুইট করেছেন,’বৃষ্টি শুরু হওয়ার পর লোডশেডিংয়ের কারণে আমাদের নির্বাচনী এলাকার বিভিন্ন বুথে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। যদিও স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুযায়ী বৈদ্যুতিক সরবরাহের ব্যাক আপের ব্যবস্থা করা হয়েছে কিন্তু আমি খবর পেয়েছি যে এখন পর্যন্ত ভোটগ্রহণ পুনরায় শুরু হয়নি । ভোটারদের অভিযোগ, কর্মকর্তাদের একাংশের যোগসাজশে ইচ্ছাকৃতভাবে ভোট স্থগিত রাখা হয়েছে। আমি মুখ্য নির্বাচন কমিশনার এবং বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষকে যত তাড়াতাড়ি সম্ভব বৈদ্যুতিক সরবরাহ পুনরুদ্ধারের জন্য অনুরোধ করছি ।’
তার আগে তিনি এক তৃণমূল নেতার একটা ভিডিও পোস্ট করে লিখেছেন,’এটা হল বনি, বাবু ব্লকের অন্যতম ক্রিমিনাল, কাঁচরাপাড়ার বীজপুর বিধানসভার তৃণমূল নেতা । একজন মহিলা ভোটারের মাথায় আঘাত করেছে এবং ভোটারদের ভোট দিতদ বাধা দিচ্ছিল। এ বিষয়ে জানতে চাইলে সে আমাকে হুমকি দিতে থাকে। যে কেউ টিএমসি সমর্থিত গুন্ডাদের সাহস অনুভব করতে পারে। অপরাধীরা ভোটারদের ভয়ভীতি দেখালেও ভোটাররা আমার সঙ্গে আছে। আমি মুখ্য নির্বাচন কমিশনারকে ভয় দেখানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।’
অর্জুন সিং-এর শেয়ার করা ভিডিওতে ওই তৃণমূল নেতাকে আঙুল উঁচিয়ে বলতে শোনা গেছে, ‘আমার নাম বনি…হ্যাঁ । কি করবি ? আমার নাম বনি । কিচ্ছু করতে পারবি না তুই । বাড়াবাড়ি করিস না ।’ ঘটনার বিবরণে জানা গেছে,’আজ সকালে অর্জুন সিং ভোট পরিদর্শনে বের হলে রাস্তায় একদল যুবক তাঁকে ঘিরে ধরে ‘গো ব্যাক’ স্লোগান দেয় বলে অভিযোগ । বিজেপির এক মহিলা কর্মী ভোট দিতে গেলে তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । মহিলালে হাসপাতালে পাঠানো হয় । এরপর ওই এলাকায় এসে পৌঁছন অর্জুন সিং। তখনই বনি’ নামে ওই তৃণমূল নেতা তাঁকে আঙুল উঁচিয়ে হুমকি দেয় । ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজন ছড়ায়।।

