এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৫ জুলাই : পাকিস্তানের “কিলার মাউন্টেন” বলে পরিচিত নাঙ্গা পর্বত (Nanga Parbat) চূড়ায় আরোহণের পরে মৃত্যু হল একজন পোলিশ পর্বতারোহীর । পাকিস্তানি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, পর্বতারোহীর নাম পাভেল থমাস কোপেক । তিনি মঙ্গলবার বিশ্বের নবম সর্বোচ্চ শৃঙ্গ থেকে নামার সময় শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা যান৷ । ওই পোলিশ পর্বতারোহীর সাথে ৮,১২৫ মিটার উচ্চ ওই শৃঙ্গে গিয়েছিলেন আরও দুই পর্বতারোহী । পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, বাকি দুই পর্বতারোহী নিরাপদে আছেন এবং তাদের বেস ক্যাম্পে ফিরে গেছেন। টমাস কোপেকের দেহ নামানোর জন্য পাকিস্তানি কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেবে কিনা তা স্পষ্ট নয় ।
তবে পাকিস্তান আলপাইন ক্লাবের সেক্রেটারি কারার হায়দারি বলেছেন, পর্বতারোহীর মৃতদেহ নামানোর যে কোনো সিদ্ধান্ত তার পরিবারের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে। তার মতে, আসিফ ভাটি নামে এক পাকিস্তানি পর্বতারোহী তুষারধসের কারণে নাঙ্গা পর্বতে আটকা পড়েছে এবং তাকে উদ্ধারের চেষ্টা চলছে । উল্লেখ্য,গ্রীষ্মের আরোহণের মরসুম মে মাস থেকে শুরু হয় এবং আগস্টের শেষ পর্যন্ত চলে ।।