এইদিন ওয়েবডেস্ক,কুলগাম(জম্মু ও কাশ্মীর),১৪ আগস্ট : স্বাধীনতা দিবস যত ঘনিয়ে আসছে ততই সক্রিয় হয়ে উঠছে পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠনগুলি । উপত্যকায় আতঙ্কের পরিবেশ ফিরিয়ে আনতে লাগাতার ছোটখাটো হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসবাদীরা । টার্গেট করছে মূলত নিরাপত্তাবাহিনী,পরিযায়ী শ্রমিক ও কাশ্মীরী হিন্দুদের । সেই লক্ষ্যে ফের জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীকে নিশানা করল সন্ত্রাসবাদীরা । এবারে সন্ত্রাসবাদীদের গ্রেনেড হামলায় শহীদ হলেন জম্মু কাশ্মীরের এক পুলিশকর্মী । শনিবার রাতে এই হামলার ঘটনাটি ঘটেছে দক্ষিন কাশ্মীরের কুলগাম জেলার কাইমোরে । নিহত পুলিশ কর্মীর নাম তাহির খান । তাঁর বাড়ি পুঞ্চের মেনধারে ।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে কুলগামের কাইমোহে গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসবাদীরা । ওই হামলায় গুরুতর জখম হন পুলিশকর্মী তাহির খান । তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি অনন্তনামের জিএমসি হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় । খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা এখান থেকে পালিয়ে যায় । সন্ত্রাসীদের সন্ধান চালাচ্ছে পুলিশ । এর আগে ওইদিন জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের ইদগাহ এলাকায় সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছিল । এই হামলায় আহত হয়েছেন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক জওয়ান ।।