এইদিন ওয়েবডেস্ক,গিরিডি,১৭ জুন : গত ১২ জুন রাতে শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে ঝাড়খণ্ডের গিরিডিতে পাচাম্বা থানা এলাকার হাতিয়া রোডে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটে । আর তারপর থেকে পুলিশের একতরফা পদক্ষেপের কারনে প্রায় ১৫০ তাদের নিজ নিজ বাড়ির বাইরে বাড়ি বিক্রির পোস্টার সাঁটিয়েছে । জানা গেছে,এই ঘটনায় এযাবৎ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের মধ্যে ২ জন নাবালক । আদালতে তোলার পর ধৃত কিশোরদের হাজারীবাগ রিমান্ড হোমে এবং বাকিদের গিরিডি জেলে পাঠানো হয়েছে । এদিকে হিন্দু সম্প্রদায়ের মানুষ এই মামলায় পুলিশের পদক্ষেপকে একতরফা বলে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম ‘নিউজ নেশন’-এর প্রতিবেদন সুত্রে জানা গেছে,হাতিয়া রোডে বসবাসকারী হিন্দুদের অভিযোগ,পার্শ্ববর্তী এলাকার মুসলিম যুবকরা হাতিয়া রোডে এসে ইচ্ছাকৃতভাবে শ্লীলতাহানি ও বাড়িতে পাথর ছোড়ার ঘটনা ঘটায় । আর পাচাম্বা থানায় দালালি করা এক ব্যক্তি সেই ঘটনায় নির্দোষ হিন্দু যুবকদের নাম মিথ্যা করে জড়িয়ে দেয় । পুলিশও ওই দালালের কথা শুনে হিন্দু যুবকদের বিরুদ্ধে মামলা রজু করে । এদিকে আসল অপরাধীরা নির্ভয়ে এলাকায় ঘুরে বেড়ালেও রাজনৈতিক প্রভাবের কারনে পুলিশ তাদের গ্রেফতার করতে সাহস পায়না বলে অভিযোগ । হিন্দুরা জানিয়েছেন, রোজ রোজ পাথর ছোড়া, শ্লীলতাহানি আর এফআইআর-এর ঘটনায় তারা বিরক্ত । তাই তারা বাধ্য হয়ে বাড়ি বিক্রির জন্য পোস্টার লাগিয়েছেন ।।