এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,১৫ ফেব্রুয়ারী : উত্তর ২৪ পরগনা জেলার পুলিশের ভূমিকায় রহস্য দানা বাঁধছে । বিজেপিকে কোনভাবেই সন্দেশখালি তে ঢুকতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ উঠছে । আজ বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়কের দলকে ফের সন্দেশখালি যাওয়ার পথে আটকে দিল উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ । নিজের সোশ্যাল মিডিয়া পেজে শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘১৪৪ ধারা মেনে বিজেপি বিধায়কদের সাথে সন্দেশখালির উদ্দেশ্যে যাওয়ার পথে রামপুরে মমতা পুলিশের বাধা ।’ পুলিশের বক্তব্য শুভেন্দু অধিকারী গেলে নাকি সন্দেশখালিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে । শুভেন্দু অধিকারী ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন । পাশাপাশি রাস্তায় বসে পড়ে পথ অবরোধ শুরু করে ক্ষিপ্ত বিজেপি বিধায়করা।
আজ শুভেন্দু অধিকারী নেতৃত্বে একটি টুরিস্ট বাসে চড়ে বিজেপি বিধায়কদের একটি দল সন্দেশখালির উদ্দেশ্যে রওনা হয়েছিল । কিন্তু মাঝ রাস্তাতেই এসডিপিও আমিনুল ইসলাম খানের নেতৃত্বে বাসটিকে আটকে দেয় বিশাল পুলিশ বাহিনী । এরপর পুলিশ আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী । শুভেন্দু অধিকারী বলেন,’রাজ্যপালের সামনে গ্রামবাসীরা নিজেদের সমস্যার কথা জানিয়েছেন । রাজ্য মহিলা কমিশনের গিয়েছিল, তাদের সামনে গ্রামবাসীরা অভিযোগ জানিয়েছে । জাতীয় মহিলা কমিশনের এসেছে, একটু আগে এসটি কমিশনের চেয়ারম্যান এসেছেন, তাহলে আমার ক্ষেত্রে আপনাদের আপত্তি কেন?’
পুলিশ আধিকারিকায় বক্তব্য, ‘যা কিছু করা হচ্ছে আইন মেনে করা হচ্ছে । আপনি গেলে সমস্যা হতে পারে, আমাদের কাছে ইনপুট আছে।’
শুভেন্দু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘কথাটা শুনুন, মিস্টার আমিনুল ইসলাম খানের ।’
শুভেন্দু পুলিশ আধিকারিককে জিজ্ঞেস করেন, ‘আপনি কার নির্দেশ আমাকে আটকাচ্ছেন?’ উত্তরে পুলিশ অধিকারী জানান,ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ।
শুভেন্দু অধিকারী ফের তাকে জিজ্ঞেস করেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে? মুখ্যমন্ত্রী না ডিজেপি ?’ উত্তরে ওই আধিকারিক জানান, ডিজেপি ।
এরপর ফের সাংবাদিকদের উদ্দেশ্য শুভেন্দু অধিকারী বলেন, ‘ঔদ্ধত্যের সঙ্গে বলছে আমায় যেতে দেবে না। নাম বলছে, পদ বলছে, বলছে যে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এর নির্দেশ আছে ।’
শুভেন্দু ডিজিপির রাজীব কুমারের উদ্দেশ্যে বলেন, ‘ডিজিপি রাজীব কুমার, ইউ উইল ফেস লিগ্যাল কনসিকোয়েন্স । ‘ এরপর শুভেন্দু অধিকারীসহ বিজেপি বিধায়করা বাস থেকে নেমে রাস্তায় বসে অবরোধ শুরু করেন ।।