এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ এপ্রিল : উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর পৌর কর্পোরেশনের কেষ্টপুরে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জির নেতৃত্বে রামনবমীর শোভাযাত্রা আটকে দিল পুলিশ । ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় । বিজেপি কর্মীরা পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় । পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির কর্মী-সমর্থকরা ।
জানা গেছে,আজ রবিবার রামনবমীর দিন নিউটাউনের রাম মন্দির থেকে শোভাযাত্রা শুরু হয়েছিল। সেটি বাগুইআটি, কেষ্টপুর, লেকটাউন হয়ে দমদমে হনুমান মন্দিরে শেষ হওয়ার কথা ছিল। স্কুটি নিয়ে সেই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি । কিন্তু কেষ্টপুরে ঢোকার সময়ই বিধাননগর থানার পুলিশ নির্ধারিত রুটে শোভাযাত্রা না যাওয়ার অভিযোগ তুলে লকেট চ্যাটার্জিদের আটকে দিলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । যদিও বিজেপির দাবি যে তারা পূর্ব নির্ধারিত রুটেই যাচ্ছে । পুলিশ ব্যারিকেড করে শোভাযাত্রা আটকালে ধস্তাধস্তি শুরু হয় । বাদানুবাদে জড়িয়ে পড়েন লকেটও । পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে লকেট চ্যাটার্জি বলেন,’শুধুমাত্র রামনবমীতে পুলিশের কেন এত নিষেধাজ্ঞা? পার্ক- সার্কাসের উপর দিয়ে যখন হেলমেট না পরে চলে যায় তখন পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখে কেন? রামনবমী কোনও রাজনৈতিক মিছিল নয়,দুর্গাপুজোর মতই । তাহলে পুলিশের সমস্যা কিসের ?’