এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ সেপ্টেম্বর : গুলশান কলোনিতে বোমা-গুলি কাণ্ডের পর তিন দিন অতিক্রান্ত হওয়ার পর এখনো অধরা মূল অভিযুক্ত ফিরোজ খান। পুলিশের কথায় ফিরোজ নাকি ধরাছোঁয়ার বাইরে । কিন্তু এলাকার তৃণমূল নেতা বলে পরিচিত ফিরোজ খান ওরফে মিনি ফিরোজ নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে যাচ্ছে । যেকারণে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহের সৃষ্টি হচ্ছে । কেউ কেউ মন্তব্য করেছেন যে ফিরোজ খানের মাথায় তৃণমূলের কোনও বড়সড় নেতার হাত থাকাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করতে বিশেষ আগ্রহ দেখাচ্ছে না ।
এদিকে স্থানীয় তৃণমূল কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষকে হুমকি দিয়ে দিয়ে ফের একটা ভিডিও পোস্ট করেছে মিনি ফিরোজ। এমনকী সুশান্ত’র প্রশংসা করার কারণে মিরাজ শেখ নামে স্থানীয় এক ব্যবসায়ীকেও হুমকি দিয়েছে সে । ওই ভিডিও বার্তায় মিনি ফিরোজ দাবি করেছে, ঘটনার সময় সে এলাকাতেই ছিল না। তাকে ফাঁসানোর জন্য সুশান্ত ঘোষ পরিকল্পনা করে এই হামলা ঘটিয়েছে। তাই বোমাবাজি শুরুর আগে এলাকায় মোতায়েন পুলিস গাড়ি সরে যায়। তারপরই এই হামলার ঘটনা।
মুসলিম ভোটের জন্য সুশান্ত ঘোষ তাকে ব্যবহার করেছে বলেও অভিযোগ করেছে ফিরোজ । সে বলেছে,গুলশান কলোনির ভোট নিজের ঝুলিতে আনতে সুশান্ত ঘোষ আমাকে এখানে-সেখানে ছুটিয়ে বেড়িয়েছে । এখন নিজের উদ্দেশ্যে পূরণ হয়ে গিয়েছে, তাই আমাকে সমাজবিরোধী তকমা দিচ্ছে । ফিরোজের অভিযোগ,এলাকায় যাতে বেআইনি কার্যকলাপ অত্যন্ত মসৃণ পথে সুশান্ত ঘোষ করতে পারে তার জন্যই পরিকল্পনা করে আমাকে এলাকা ছাড়া করতে চাইছে ।
শুশান্ত ঘোষকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে ফিরোজ বলেছে,’এই ওয়ার্ড ১০৭ নয় যে, কারও পেছনে আপনি লাগাবেন, আর সে ভয় গুটিয়ে যাবে। এটা ১০৮ নম্বর ওয়ার্ড। এটা মাথায় রাখবেন।এমন এমন জায়গায় ফাইল তৈরি করে রেখেছি, প্রয়োজনে সেগুলি সব বের করে দেব ।’ সে হুমকি দিয়ে বলেছে, ‘আমার পিছনে লাগতে আসবেন না। আমি আপনার থেকে অনেক বেশি ঘোরেল। আপনি পিছনে লাগতে এলে আমি কী করতে পারি আপনি জানেন না। আমার সঙ্গে সোজা ভাষায় কথা বলবেন, আমিও সোজা ভাষায় কথা বলব।’
বৃহস্পতিবার সন্ধ্যায় আনন্দপুর থানার গুলশন কলোনিতে বেআইনি নির্মাণ কারবারের দখলকে কেন্দ্র করে দুষ্কতী তাণ্ডব চলে। ভাঙচুরের পাশাপাশি চলে গুলি-বোমা। একজন জখম হয়। ঘটনার পর কলকাতা পুলিস নারকেলডাঙা ও এন্টালি থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে গ্রেপ্তার করেছিল। শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় মহম্মদ নাফিস ওরফে আমবার নামে মিনি ফিরোজের আরও এক শাগরেদকে। কিন্তু আজ রবিবার পর্যন্ত মিনি ফিরোজের গ্রেপ্তারির কোনো খবর নেই । পুলিসের অনুমান, বিহারে পালিয়ে গিয়েছে সে।।