দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৯ জানুয়ারী : বিগত বছরে এলাকায় ১৬ টি চুরির ঘটনা ঘটেছিল । কয়েকজন দুষ্কৃতিকে গ্রেফতারও করে পুলিশ । আর তাদের জেরা করে ১৩ টি ঘটনায় চুরি যাওয়া মালপত্র উদ্ধার হয়েছে বলে জানালো পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার পুলিশ । রবিবার এনিয়ে সাংবাদিক বৈঠক করেন কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক । তাঁর সঙ্গে ছিলেন কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায় । পাশাপাশি ছিল উদ্ধার হওয়া বেশ কিছু সামগ্রীও । মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে জহিরুদ্দিন ওরফে ছোটকা ও আলম শেখ ওরফে ডাকিয়াকে গ্রেফতারের পর তাদের জেরা করে মোতাহার রহমান ও মহম্মদ নাসির নামে দুই দুস্কৃতীকে গ্রেফতার করা হয় । আর তাদের জেরা করেই উদ্ধার হয়েছে সোনারূপোর গহনা,স্কুটি, ও বিভিন্ন মূল্যবান সামগ্রী । তিনি বলেন,’গতবছর জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কাটোয়া থানা এলাকায় মোট ১৬ টি চুরির ঘটনার মধ্যে ১৩ টি ঘটনায় চুরি যাওয়া মালপত্র উদ্ধার হয়েছে ।’
পুলিশ সূত্রে জানা গেছে,গতবছর জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কাটোয়া থানার কেশিয়া মাঠপাড়ায় একটি বাড়ি,চন্দ্রপুর মোড়ের একটি বাড়ি,চন্দ্রপুর মোড়ে তিনটি দোকান,মেঝিয়ারি গ্রামের একটি বাড়িতে ডাকাতি, করজগ্রামে দুটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাসহ মোট ১৬ টি চুরির ঘটনা ঘটেছিল । চুরি যায় বাইক,সোনারুপোর গহনা, বাসান পত্রসহ লক্ষাধিক টাকার সামগ্রী । সিসিটিভি ক্যামেরার সুত্র ধরে ঘটনার তদন্তে নেমে ৪ দুষ্কৃতিকে গ্রেফতার করতেই একের পর এক চুরি যাওয়া সামগ্রী উদ্ধার । মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন,ওই ৪ দুষ্কৃতিকে জেরা করে কাটোয়া ও দাঁইহাটের কয়েকটি বাড়িতে চুরি যাওয়া সোনারূপোর গহনা, স্কুটিসহ যাবতীয় সামগ্রী উদ্ধার হয়েছে ।।