দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),৩১ জানুয়ারী : নিখোঁজ হয়ে যাওয়া দুই নাবালিকাকে উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । উদ্ধার হওয়া দুই কিশোরী মধ্যে একজনের বাড়ি ভাতার থানার নিত্যানন্দপুর গ্রামে । বছর ১৪-এর ওই কিশোরী অষ্টম শ্রেণীর ছাত্রী । দ্বিতীয়জন ভাতারের উষাগ্রামের বাসিন্দা । সে নবম শ্রেণীতে পড়াশোনা করে । উষাগ্রামের ওই কিশোরীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে মন্তেশ্বরের গলাতুন গ্রামের বাসিন্দা এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রনজয় মাজি । মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠিয়েছে পুলিশ ।
জানা গেছে,নিত্যানন্দপুর গ্রামের বাসিন্দা ১৪ বছরের ওই নাবালিকা সোমবার দোকানে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়ে যায় । পরিবার পুলিশের দ্বারস্থ হয় । খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে একই গ্রামের বাসিন্দা এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে ওই কিশোরী । ওই যুবক মেয়েটিকে নিয়ে মঙ্গলকোটের ইছাবটগ্রামে এক আত্মীয়বাড়িতে গিয়ে উঠেছে । এরপর পুলিশ ইছাবটগ্রাম থেকে কিশোরীকে উদ্ধারে করে আনে । তবে পুলিশ যাওয়ার আগেই পালিয়ে যায় যুবক ।
অন্যদিকে মন্তেশ্বরের গলাতুন গ্রামের বাসিন্দা ধৃত যুবক রনজয় মাজি কেরালায় নির্মাণ শ্রমিকের কাজ করে । উষাগ্রামের বাসিন্দা ওই কিশোরী মঞ্জুলা হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্রী । সোশ্যাল মিডিয়ায় তাদের আলাপ থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । রবিবার মেয়েটি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় । শেষে মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ জানতে পারে সে গলাতুন গ্রামে রয়েছে । শেষে সোমবার রাতে সেখান থেকে মেয়েটিকে উদ্ধারের পাশাপাশি যুবককে গ্রেফতার করে পুলিশ ।।