এইদিন ওয়েবডেস্ক,ভাতাড়,২৯ ডিসেম্বর ঃ পড়াশোনা না করায় মা বকাঝকা করেছিলেন । সেই অভিমানে বাড়ি থেকে পালিয়ে যায় অষ্টম শ্রেনীর ছাত্রী । শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে ভাতাড়ের ছ-মাইল এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পুলিশ । মেয়েকে ফিরে পেয়ে পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছে কিশোরীর মা ।
জানা গেছে, দেওয়ানদিঘি থানার কুড়মুন গ্রামের বাসিন্দা ১৪ বছরের ওই কিশোরীর বাবা নেই ৷ মা জনমজুরির কাজ করেন । সে একমাত্র সন্তান । ওই কিশোরী কুড়মুন উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে । কিশোরীর মা জানিয়েছেন, তাঁর মেয়ে বাড়িতে পড়াশোনা করত না । এই দেখে সোমবার তিনি মেয়েকে বকাঝকা করেছিলেন ।তারপর রাতে যথারীতি মা-মেয়ে খাওয়া দাওয়া করে শুতে চলে যান । কিন্তু এদিন সকালে উঠে দেখেন তাঁর মেয়ে বাড়িতে নেই । তিনি খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাননি । শেষে বেশ কিছুক্ষন পরে পুলিশের কাছ থেকে খবর আসে তাঁর মেয়েকে উদ্ধার করা হয়েছে । বর্তনানে সে ভাতাড় থানায় রয়েছে ।
পুলিশ সুত্রে খবর, এদিন সকালে ওই কিশোরী ভাতারের ছ-মাইল বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাঘুরি করছিল । ভাতাড় থানার পুলিশের টহলদারি ভ্যানের নজরে পড়ে । তারপর পুলিশ তাকে উদ্ধার করে থানায় এনে জিঞ্জাসাবাদ করে নাম ঠিকানা জেনে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে কিশোরীর মা তাকে ভাতাড় থানা থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান ।।