দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৯ সেপ্টেম্বর : ব্যাঙ্কের কাজের নাম করে বাড়ি থেকে বেড়িয়ে দিন তিনেক আগে নিখোঁজ হয়ে গিয়েছিল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বেলেন্ডা গ্রামের বছর সতেরোর এক কিশোরী । শেষ পর্যন্ত ওই কিশোরীকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানা এলাকা থেকে উদ্ধার করল ভাতার থানার পুলিশ । কিশোরীর পরিবারের অভিযোগ, ঘাটাল থানার পুরানোবেড়িয়া গ্রামের বাসিন্দা শেখ মইনুর আলি নামে এক যুবকের সঙ্গে ফোনে আলাপ হয়েছিল তাঁদের মেয়ের । ওই যুবক মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে গিয়েছিল । নিখোঁজ কিশোরীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত যুবককে খুঁজছে পুলিশ ।
পুলিশ সুত্রে খবর,সম্প্রতি কিশোরীর মা ভাতার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগে তিনি জানান, তাঁর মেয়ে গত ২৬ সেপ্টেম্বর সকাল ১১ টা নাগাদ ব্যাঙ্কে কাজ সারতে ভাতার বাজারে এসেছিল । তারপর সে আর বাড়ি ফেরেনি । অনেক খোঁজাখুঁজি করেও তাঁরা তাঁদের মেয়ের সন্ধান পাননি । পরে তাঁরা জানতে পারেন ঘাটাল থানার পুরানোবেড়িয়া গ্রামের বাসিন্দা শেখ মইনুর আলি নামে এক যুবকের সঙ্গে ফোনে আলাপ হয়েছিল তাঁর মেয়ের । ওই ছেলেটিই তাঁর মেয়েকে ফুসলিয়া নিয়ে পালিয়েছে ।
ভাতার থানার ওসি অরুন কুমার সোম জানান, অভিযোগ পেতেই মেয়েটিকে উদ্ধারের জন্য এএসআই কাজী মনোয়ার হোসেন (Manowar Hossain),এএসআই খোদা বক্স সেখ (Khoda Box Sekh),পুলিশকর্মী দেহিপদ মালিক ও শ্রাবণী কোনার (Shrabani Konar) সহ চারজনের একটি দল গঠন করা হয় । তাঁরা ঘাটালে গিয়ে স্থানীয় পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করেছে । মেয়েটিকে সিজেএম আদালতে তুলে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন ।
এদিকে নিখোঁজ হওয়ার ৩ দিনের মাথায় মেয়েটি উদ্ধার হওয়ায় হওয়ায় ভাতার থানার পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের লোকজন । পাশাপাশি অভিযুক্ত যুবকের আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা ।।