এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৩ ডিসেম্বর : বিষপানে অচৈতন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকাকে উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার পুলিশ । মহিলার নাম রুমা পাঁজা (৫২)। বলগোনা গ্রামের বাসিন্দা ওই মহিলা স্থানীয় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা পদে কাজ করেন । তিনদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি । খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে গ্রামবাসীদের সহায়তায় মহিলাকে ট্রাক্টরে চাপিয়ে ভাতার হাসপাতালে নিয়ে আসে । কিন্তু মহিলার অবস্থা গুরুতর হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয় । তবে ঠিক কি কারণে রুমাদেবী বাড়ি থেকে পালিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন তা জানা যায়নি । যদিও স্থানীয়রা দাবি করেছেন ওই মহিলা অনেক ধরদেনায় জড়িয়ে গিয়েছিলেন । আর তা নিয়ে অশান্তির সেকারণেই তিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ।
জানা গেছে,বলগোনা গ্রামের বাসিন্দা রুমা পাঁজার বাড়িতে রয়েছেন স্বামী,এক ছেলে, পুত্রবধূ এবং নাতনি। তার স্বামী উদয় পাঁজা একটি চালকলে কাজ করেন। বলগোনা এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা পদে কাজ করেন রুমা পাঁজা । গত বুধবার তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান । পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি । আজ শুক্রবার সকালে ভাতার থানার কুলচণ্ডা ও ভুমশোর গ্রামের মাঝামাঝি এলাকায় মাঠে কুলচন্ডা গ্রামের কয়েকজন গোপালক মাঠে গরু চড়াতে গিয়ে ওই মহিলাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখতে পান । মাঠে গাড়ি চলাচলের অসুবিধার কারনে স্থানীয় এক কৃষকের ট্রাক্টরে চাপিয়ে মহিলাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ ।।