এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২১ মে : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফেরার পথে যাতে কোথাও যাতে গেরুয়া পতাকা তার নজরে না পড়ে তাই পুলিশ সেগুলি খুলে ফেলেছে এবং কোথাও পুলিশ নিজেই তৃণমূলের পতাকা লাগিয়েছে বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি একটি ভিডিও এক্স-এ পোস্ট করেছেন, যেখানে দুই ব্যক্তিকে আস্তার পাশে ফুটপাতের রেলিং থেকে গেরুয়া পতাকা খুলে গুটিয়ে নিয়ে চলে যেতে দেখা গেছে । যদিও ওই দুই ব্যক্তিকে পুলিশের ইউনিফর্মে দেখা যায়নি ।
শুভেন্দু অধিকারী লিখেছেন,’শিলিগুড়ির মাটিগড়া নক্সালবাড়ি এলাকার মেডিক্যাল মোড়ে উর্দি ছাড়া সাধারণ পোশাকে আজ মমতা পুলিশকে রাস্তার ধারে লাগানো গৈরিক ধ্বজ’কে সরাতে দেখা গেলো, আবার কোনো জায়গায় তৃণমূলের পতাকা লাগাতেও দেখা গেলো !’ তিনি প্রশ্ন তুলেছেন,’ঐ রাস্তা দিয়েই মমতা ব্যানার্জীর. যাওয়ার কথা, তাই কি গৈরিক ধ্বজ সরাতে হল? রাজ্যের মুখ্যমন্ত্রী কি গেরুয়া ধ্বজ কে এতোটাই অপছন্দ করেন যে ওনার চলার পথে গেরুয়া ধ্বজ রাখা যাবে না?’
বিরোধী দলনেতা আরও লিখেছেন,’মমতা ব্যানার্জীর দলদাস পুলিশ এখন আইন শৃঙ্খলা রক্ষায় নয় মমতার তাঁবেদারিতেই ব্যস্ত, তাই ওনার যাত্রাপথে তৃণমূলের পতাকা লাগানো মনে হয় মমতা পুলিশের গুরু দায়িত্বের মধ্যে পড়ে! তবে এখনও কিঞ্চিত লজ্জা বোধ থাকায় মনে হয় উর্দি পরে এমন কাজ করতে বাধে, তাই সাধারণ পোষাকে এই কাজ করতে হচ্ছে। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এদের ভূমিকা সবার জানা আছে, সেদিকে কি করে উন্নতি করা যায় সে ব্যপারে কোনো ভ্রুক্ষেপ নেই অথচ মমতা ব্যানার্জীর পদলেহন করতে তাদের জুড়ি মেলা ভার। হিন্দু হিন্দু ভাই ভাই ।’
প্রসঙ্গত,দু’দিনের সফরে বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । আজ বুধবার তিনি উত্তরকন্যায় উত্তরবঙ্গের ৮ জেলার প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠকের পর কলকাতার উদ্দেশ্যে রওনা হন৷।

