এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২৫ জুন : গত সপ্তাহে মঙ্গলকোটের মাজিগ্রামের শতাব্দী প্রাচীন শাকম্ভরী মন্দির সহ কয়েকটি মন্দিরের গেটের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় ধৃতকে জেরা করে চুরি যাওয়া গহনা ও বাসনপত্র উদ্ধার করল মঙ্গলকোট থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া একটি পিতলের তৈরি অন্নপূর্ণা প্রতিমা,১১ টি সোনার টিপ, এক জোড়া সোনার চোখ, ৮টি রূপোর পৈতা, ৬টি রূপোর চেন, একটি রূপোর মুকুট, কয়েকটি চুরি যাওয়া পিতলের ঘড়া, ১৫ টি কাঁসার থালা, কয়েকটি বাকি, একাধিক পিতলের ঘন্টা সহ বেশকিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে । ধৃত দুষ্কৃতীর নাম নন্দন নাথ ওরফে নান । তার বাড়ি কাটোয়া থানার শ্রীখণ্ড গ্রামে । বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর শুক্রবার ধৃতকে কাটোয়া আদালতে তোলা হয় । ধৃতকে তিনদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ।
কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক জানান, মাঝিগ্রাম এলাকায় সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজন একজনকে চিহ্নিত করা হয় । এরপর কাটোয়া থানার শ্রীখণ্ড গ্রামের বাসিন্দা নন্দন নাথ ওরফে নান কে গুসকরা থেকে গ্রেফতার করা হয় । ধৃতকে জেরা করে এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ।।