এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,২৯ জানুয়ারী : কোচবিহার জেলার দিনহাটা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক অমিতাভ দত্তের নিজের বাড়ি থেকেই তার লাশ উদ্ধার করল দিনহাটা থানার পুলিশ৷ বুধবার রাত এগারোটা নাগাদ শহরের ২ নম্বর ওয়ার্ডে অধ্যাপকের নিজ বাড়ির একটা ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর । আজ বৃহস্পতিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে৷
পুলিশ সূত্রে খবর, একাই বাড়িতে ছিলেন অমিতাভ দত্ত ৷ বুধবার তিনি কলেজে জাননি । পরিবারের লোকজন তার ফোনে কোনো ভাবে যোগাযোগ করতে না পেরে দিনহাটা থানায় বিষয়টি জানান । পুলিশ গিয়ে দেখে বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। যেকারণে পুলিশকে দমকল বাহিনীর সহায়তা নিতে হয় । এরপর দমকল কর্মীরা এসে দরজা ভেঙে ঘরে ঢুকলে অধ্যাপককে বিছানায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে ।
অধ্যাপক অমিতাভ দত্ত দিনহাটা কলেজের ছাত্রছাত্রী ও সহকর্মীদের মাঝে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ও জনপ্রিয় ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে । পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে ।।
