এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,০৫ আগস্ট : হাওয়ার খড়দহের একটি আবাসন থেকে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ ।ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতর অন্তত ১৫টি আগ্নেয়াস্ত্র এবং এক হাজার রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে জানা গেছে ।
রাজ্য পুলিশের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘ব্যারাকপুরে উদ্ধার প্রচুর অস্ত্র, গ্রেফতার ১ । ব্যারাকপুরের ডিটেকটিভ ডিপার্টমেন্টের অভিযানে গতকাল গোপন সূত্রের ভিত্তিতে গ্রেফতার করা হয় মধুসূদন মুখার্জি বলে এক ব্যক্তিকে। যাঁর কাছে পাওয়া গেছে প্রচুর অস্ত্র।’ উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের পরিসংখ্যান দিয়ে লেখা হয়েছে, উদ্ধার হয়েছে ১টি পাম্প অ্যাকশন গান,১টি বোল্ট অ্যাকশন রাইফেল, ২টি ডিবিবিএল রাইফেল,১টি এসবিবিএল রাইফেল, ১টি ৯মিমি পিস্তল,২টি ৭মিমি পিস্তল, ৩টি রিভলভার, ৩টি সিঙ্গল শটার,৭টি ৭মিমি পিস্তলের খালি ম্যাগাজিন, ৯টি ৯মিমি পিস্তলের খালি ম্যাগাজিন,বিভিন্ন ধরনের ৯০৫টি গুলি৷ এছাড়া নগদ ১.৪৮ লক্ষ টাকা, ২৪৮ গ্রাম সোনা,৩০ গ্রাম রুপো এবং ১০.৭ কেজি পুরনো আমলের মুদ্রা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চলবে। পাশাপাশি একটা ভিডিও শেয়ার করা হয়েছে ।।