এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২৪ সেপ্টেম্বর : দুপুরে নির্জন নদীর পাড়ে বসেছিল জুয়ার আসর । খবর সেখানে হানা দেয় পুলিশ । পুলিশকে দেখে এক জুয়াড়ি নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে । কিন্তু সে স্রোতের টানে তলিয়ে যায় । এরপর গ্রামবাসীরা এক পুলিশকর্মীকে ক্লাবঘরে আটকে রেখে হেনস্থা করে৷ পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে । ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরে নদীয়া-মুর্শিদবাদ সীমান্তে ডোমকলের গরিপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকায় ৷ নিখোঁজ যুবকের নাম শ্যামল শেখ । তার বাড়ি নওদার দুর্লভপুর গ্রামে । গ্রামের পাশে ভৈরব নদীতে তলিয়ে যায় ওই যুবক । যদিও পরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরিরা তার সন্ধানে তল্লাশি চালায়৷ কিন্তু বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দিনই চাঁদপুর এলাকায় ভৈরব নদীর ঘাটের কাছে জুয়ার আসর বসায় একদল জুয়াড়ি । আজ দুপুরে যখন তারা জুয়ার আসর বসায় তখন গোপন সূত্র থেকে খবর পেয়ে জিতপুর ক্যাম্পের কয়েকজন পুলিশ কর্মী সেখানে হানা দেয় । বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও শ্যামল শেখ নদীতে ঝাঁপ দেয় এবং সে তলিয়ে যায় । তাকে ধরতে নদীর জলে ঝাঁপিয়ে পড়েন একজন পুলিশ কর্মী । পরে তিনি একটি নৌকার মাঝির সহায়তায় পাড়ে উঠলে গ্রামবাসীরা তাকে চুড়ান্ত হেনস্থা করে । স্থানীয় একটি ক্লাবঘরের মধ্যে তাকে দীর্ঘক্ষণ আটকে রেখে দেওয়া হয় । পরে ডোমকলের এসডিপিও শুভম বাজাজ, আইসি পার্থসারথি মজুমদারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে তাকে উদ্ধার করে আনে । স্থানীয় বাসিন্দাদের দাবি, নিখোঁজ যুবক মদ্যপ অবস্থায় ছিল ।।