এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ অক্টোবর : টানা ৮৪ ঘণ্টা অনশন । কয়েকজন অসুস্থও হয়ে পড়েন । কিন্তু হাইকোর্টের নির্দেশকে সামনে রেখে ২০১৪-র টেট প্রার্থীদের অনশন-আন্দোলন ভাঙতে বল প্রয়োগের সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ । রাত্রি প্রায় ১২ টা ১৫ মিনিট নাগাদ বিধাননগর কমিশনারেটের (Bidhannagar) ডিসি আন্দোলন তুলে নেওয়ার আহ্বান জানান । আর তার অব্যবহিত পরেই শুরু হয় পুলিশি অ্যাকশন । চ্যাঙদোলা করে তুলে নিয়ে যাওয়া হল মহিলা ও পুরুষ আন্দোলনকারীদের । কান্না ভেজা গলায় আন্দোলকারীদের বলতে শোনা গেল,’মহিলাদের পর্যন্ত মেরেছে পুলিশ । আমাদের চাকরি বিক্রি করে এখন আমাদের উপর অত্যাচার করছে । এরা অমানবিক ।’ টানে হেঁচড়ে নিয়ে যাওয়া এক আন্দোলনকারীকে বলতে শোনা গেল,’আমরা এর শেষ দেখে ছাড়বো । ফের আন্দোলনে বসবো আমরা ।
‘ বৃহস্পতিবার মধ্যরাতে করুণাময়ীর আন্দোলনস্থলে তখন চরম উত্তেজনা । একের পর এক আন্দোলনকারীকে তুলে বাসে চাপাচ্ছে পুলিশ । কয়েকজন অসুস্থ হয়ে পড়ে । একজনের নাক ফাটে । তাঁদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আন্দোলনকারীদের অনেককেই বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর । তবে তাঁদের গ্রেফতার করা হয়েছে কিনা তা স্পষ্ট নয় ।
এদিকে পুলিশি অভিযানের আগাম আভাস পেয়ে রাতেই করুণাময়ীতে আন্দোলনকারীদের পাশে থাকতে পৌঁছে যান বিজেপির প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, ইন্দ্রনীল খাঁ, তরুণজ্যোতি তিওয়ারিরা । পৌঁছে গিয়েছিলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম নেতারা । বিজেপির রাজ্য সম্পাদিকা তথা আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল বলেন,’আজ তারা (বিক্ষোভকারী) বলছেন দিদি কলঙ্ক । এই সরকার মানবতা থেকে অনেক দূরে । আন্দোলনকারীদের জন্য আগামীকাল আমরা হাইকোর্টে যাবো । ইতিমধ্যেই আমি প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়ে দিয়েছি ।’ তিনি সাফ জানিয়ে দেন পুলিশ মিথ্যা দাবি করেছে ।।