এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ মার্চ : শুক্রবার ঢাকুরিয়ায় অবস্থিত দক্ষিণ কলকাতা বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয় থেকে ৫ কার্যকর্তাকে ধাক্কা দিতে দিতে তুলে নিয়ে গেছে পুলিশ । দলীয় নেতাদের সঙ্গে কলকাতা পুলিশের ‘ঘৃণ্য আচরণের’ ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে পোস্ট করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ভিডিও রেকর্ড করা এক বিজেপি কর্মীকে বলতে শোনা গেছে,’পুলিশ কেমন গুন্ডামি করছে দেখুন । স্নেহাশীষদাকে মারতে মারতে নিয়ে যাচ্ছে ।’ ভিডিও পোস্টের পাশাপাশি শুভেন্দু অধিকারী লিখেছেন,’মমতা পুলিশের ঘৃণ্য তাঁবেদারি আবারো জনসমক্ষে প্রকাশ পেয়েছে আজ ঢাকুরিয়ায়।ঢাকুরিয়ায় অবস্থিত দক্ষিণ কলকাতা বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয়ে অনাধিকার প্রবেশ করে পুলিশ কর্মীরা তৃণমূলের দুষ্কৃতীদের সাথে নিয়ে বিজেপির কার্যকর্তা শ্রী স্নেহাশীষ দত্ত, শ্রী জগবীর সিং এবং শ্রী সমীর নাথ সহ অন্যান্যদের নিগ্রহ করেছে। ভোটের প্রচারের সময় পুলিশের এমন ঘৃণ্য আচরণের তীব্র নিন্দা করি।’ তিনি আরও লিখেছেন, ‘কলকাতা পুলিশের সিপি বিনীত কুমার গোয়েল মহাশয়কে আমি আশ্বস্ত করতে চাই যে পক্ষপাতদুষ্ট পুলিশও এবার তৃণমূলকে জেতাতে পারবে না। জনগণ বিজেপির পাশে রয়েছেন, নিশ্চিন্তে থাকুন আগামী ৪ জুন, ২০২৪ সব হিসাব-নিকাশ পরিষ্কার হয়ে যাবে। এভাবে বিজেপিকে আটকাতে পারবেন না, তা সে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনীই হোক অথবা মমতা পুলিশ।’
এদিকে দলীয় কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে ঢাকুরিয়া ব্রিজ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি । নেতৃত্ব দেন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী । তাঁর অভিযোগ, । যে পাঁচ দলীয় কর্মীকে পুলিশ তুলে নিয়ে গেছে তার কোনও অ্যারেস্ট মেমো দেওয়া হয়নি । শুক্রবার গভীর রাত পর্যন্ত রাস্তায় বসে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা । শেষ পর্যন্ত দেবশ্রী রায়-সহ বাকি অবরোধকারীদের কার্যত টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ । জানা গেছে,রাত ১২টার আগে দেবশ্রী চৌধুরীকে নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকিদের গ্রেফতার করা হয়েছে ।।