দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৯ আগস্ট : নিষিদ্ধ শব্দবাজি উদ্ধারে অভিযান চালালো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । কাটোয়া শহরে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় অভিযান চালিয়ে অন্তত ১০ ক্যুইন্টল নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার হয়েছে বলে জানা গেছে । এদিন সকালে কাটোয়া শহরের স্টেশনবাজার এলাকায় একটি মার্কেটের ভিতরে গোডাউনে আচমকা হানা দেয় মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাকের নেতৃত্বে পুলিশবাহিনী । ওই গোডাউনে রাখা বিভিন্ন পণ্য সামগ্রীর প্যাকেটের আড়ালে রাখা হয়েছিল বিপুল পরিমান শব্দ বাজি । পুলিশ সেই সমস্ত শব্দ বাজি উদ্ধারের পাশাপাশি গোডাউনটি সিল করে দেয় । যদিও যে ব্যাবসায়ীর গোডাউন থেকে নিষিদ্ধ শন্দ বাজি উদ্ধার হয়েছে ওই ব্যবসায়ী বর্তমানে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ । ওই ব্যাবসায়ীর একাধিক গোডাউন রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা । অনুমান করা হচ্ছে যে বাকি গোডাউনগুলি থেকেও বিপুল পরিমান শব্দ বাজি উদ্ধার হতে পারে ।
এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ মোট তিনটি গোডাউনে হানা দেয় । বাকি গোডাউনগুলিতে অল্প সল্প নিষিদ্ধ বাজি উদ্ধার হলেও শুধুমাত্র স্টেশন বাজার এলাকার ওই গোডাউনে প্রায় ১০ ক্যুইন্টল নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করে পুলিশ । মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক বলেছেন,’এত বিপুল পরিমাণ শব্দবাজি কিভাবে মজুত করা হল তা তদন্ত করে দেখা হচ্ছে । অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করা হয়েছে ।’।