এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ জানুয়ারী : নিজের সার্ভিস রিভলভার থেকে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হলেন কলকাতা পুলিশের এক কর্মী । মৃতের নাম গোপাল নাথ । তিনি ব্যাঙ্কশাল কোর্টের সিটি সিভিল কোর্টে ডিউটিতে ছিলেন বলে জানা গেছে । সুত্রের খবর,আজ বুধবার সকাল ৭টা নাগাদ হঠাৎ এক রাউন্ড গুলি চালানোর শব্দ পেয়ে সহকর্মীরা ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন গোপাল নাথ । পাশেই পড়ে রয়েছে তার ৯ এমএম সার্ভিস রিভলভারটি ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ এবং হোমিসাইড শাখার আধিকারিকরা। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে পৌঁছেছেন।পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিক কি কারণে এই আত্মহত্যা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।।