এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৪ জুন : মেয়ের বিয়ের বাজারহাট করতে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় এসেছিলেন নদিয়া জেলার কালীগঞ্জ থানার বড়আটাগি গ্রামের বাসিন্দা সুভদ্রা হাজরা নামে এক গৃহবধূ । পোশাক পরিচ্ছদ ও লক্ষাধিক টাকার গহনা কেনাকাটার পর তিনি টোটোয় চড়ে ফেরিঘাটে আসেন । কিন্তু নৌকা ধরার জন্য তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে টোটোয় ফেলে রেখে যান সোনার গহনা ভর্তি ব্যাগটি । যখন ব্যাগটির কথা মনে পড়ে তখন ফিরে এসে দেখেন টোটোটি চলে গেছে । বাধ্য হয়ে তিনি কাটোয়া থানার দ্বারস্থ হন । কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায় জানিয়েছেন,মহিলার কাছে ঘটনার কথা শোনার পর কালবিলম্ব না করে সিসিটিভি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করে দেখা হয় । তারপর টোটোটি চিহ্নিত করে ব্যাগটি উদ্ধার করা হয় । ব্যাগ হারানোর ঘন্টা খানেকের মধ্যেই মহিলাকে ব্যাগটি তুলে দেওয়া হয়েছে ।
সুভদ্রা হাজরা জানান,মেয়ের বিয়ের জন্য সোনার গহনা তৈরির বায়না করেছিলেন কাটোয়া শহরের খড়েরবাজারে একটি সোনার দোকানে । আজ সোমবার সেই সমস্ত গহনা ডেলিভারি দেওয়ার কথা ছিল ৷ সেই কারনে মেয়ের বিয়ের গহনা নিতে কাটোয়ায় এসেছিলেন । প্রথমে তিনি গহনার দোকানে গিয়ে দাম বাবদ আড়াই লক্ষ টাকা মিটিয়ে একটা ব্যাগে গহনাগুলি ভরে পোশাকের দোকানে যান । পোশাক পরিচ্ছদ কেনার পর তিনি টোটোয় চড়ে তিনি ফেরিঘাটে আসে । কিন্তু টোটো থেকে নামার পর পোশাকের ব্যাগগুলি নিলেও গহনার ব্যাগটি নিতে ভুলে যান । তিনি বলেন,’কাটোয়া থানায় ঘটনার কথা বলার পর গহনার ব্যাগ উদ্ধারের আগে পর্যন্ত খুব মানসিক চাপে ছিলাম । শেষ পর্যন্ত ব্যাগ হাতে পেয়ে চাপমুক্ত হয়েছি ।’ তিনি কাটোয়া থানার পুলিশের ভূমিকায় প্রশংসার পাশাপাশি পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন ।।