দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৭ জানুয়ারী : খোয়া যাওয়া ৬১ টি মোবাইল উদ্ধার করে আসল মালিককে ফিরিয়ে দিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । কাটোয়ার এসডিপিও কৌশিক বসাক জানিয়েছেন, ২০২২ সালে আগস্ট মাস পর্যন্ত ওই ৬১ টি মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার অভিযোগ দায়ের হয়েছিল থানার । উদ্ধার হওয়া মোবাইলগুলির মধ্যে কেরল থেকে ১৭ টি, উত্তরপ্রদেশ থেকে ৪ টি, ঝাড়খন্ড থেকে ৬ টি ও রাজস্থান থেকে ৩ টি মোবাইল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে ৷ বৃহস্পতিবার বিকালে অভিযোগকারীদের থানায় ডেকে মোবাইলগুলি তাদের হাতে তুলে দেওয়া হয় ।
এর আগে তিন দফায় যথাক্রমে ৩৮,৫২ ও ৬১ টি মোবাইল উদ্ধার করে গ্রাহকদের হাতে তুলে দিয়েছিল কাটোয়া থানার পুলিশ । মোবাইলগুলি ফেরত পাওয়া গ্রাহকরা সেগুলি ফিরে পেয়ে পুলিশের ভূমিকার প্রশংসা করেছিল । এদিকে মোবাইল উদ্ধার করতে গিয়ে পুলিশ জানতে পারে এরাজ্যে চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল সাধারণত কেরল, রাজস্থান, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড প্রভৃতি রাজ্যে পাচার হয়ে যায় । তারপর মোবাইলগুলির আইএমআই নম্বর পরিবর্তন করে নচেৎ যন্ত্রাংশ বদলে দিয়ে সেগুলি ফের বিক্রি করে দেওয়া হয় । ফলে ওই সমস্ত মোবাইল উদ্ধার করতে গিয়ে বহু বেগ পেতে হয় পুলিশকে ।।