এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৭ জুলাই : পাচারের আগেই আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দুষ্কৃতীকে পাকড়াও করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । শনিবার রাতে কাটোয়া বোলপুর রাজ্যসড়কে কাশীরামদাস সেতুর কাছে ওই দুস্কৃতী পুলিশের হাতে ধরা পড়ে । পুলিশ ধৃত দুষ্কৃতীকে কাটোয়া থানার গাঙ্গুলিডাঙ্গা গ্রামের সাদ্দাম শেখ (২৬) বলে চিহ্নিত করেছে । তার কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি পাইপগান ও পাঁচ রাউন্ড গুলি । আজ রবিবার ধৃতকে কাটোয়া আদালতে তোলা হলে তাকে ৪ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয় ।
পুলিশ সূত্রে খবর,প্রতিদিনের মত শনিবার রাতেও সড়কপথে টহলদারি চালাচ্ছিল কাটোয়া থানার পুলিশের একট টহলদারি ভ্যান । পুলিশের গাড়িটি কাটোয়া-বোলপুর সড়ক ধরে যাওয়ার সময় কাটোয়া থানা এলাকার শেষ সীমান্তে কাশীরামদাস সেতুর কাছে আসতেই ওই দুষ্কৃতীকে দাঁড়িয়ে থাকতে দেখে। তার হাতে একটা ব্যাগ ছিল । সন্দেহ হয় পুলিশ তার কাছে যাওয়ার চেষ্টা করে । কিন্তু পুলিশকে দেখেই ছুটে পড়ানোর চেষ্টা করে ওই দুষ্কৃতী । পুলিশ তার পিছু ধাওয়া করে ধরে ফেলে । এরপর ব্যাগে তল্লাশি চালাতেই আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার হয় । পুলিশের অনুমান ওই দুষ্কৃতীর আগ্নেয়াস্ত্র হাতবদল করার পরিকল্পনা ছিল ।
পুলিশ জানিয়েছে, ধৃত সাদ্দাম শেখ কাটোয়ার জঙ্গল শেখের গ্যাংয়ের সদস্য ছিল । জঙ্গল জেলে চলে গেলে গ্রেফতারির ভয়ে দীর্ঘ প্রায় ৭-৮ বছর সে কোথাও আত্মগোপন করেছিল । সম্প্রতি সে এলাকায় ফিরে আসে এবং অষ্টপাচার শুরু করে । সাদ্দাম ওই অস্ত্র কোথা থেকে এনেছিল এবং কোথায় পাচার করার মতলব করেছিল তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ।।