এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৬ আগস্ট : লরি চুরি চক্রের ৩ পান্ডাকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । ধৃতদের বীরভূম জেলার মল্লারপুর থানার বেগুনিয়া গ্রামের বাসিন্দা বসিরুদ্দিন শেখ(৪৫), বীরভূমের নলহাটির বাসিন্দা আলতাব শেখ (৩৮) এবং কাটোয়ার রাজুয়া গ্রামের বাসিন্দা সন্তোষ প্রধান(৩৬) বলে চিহ্নিত করেছে পুলিশ । উদ্ধার হয়েছে চুরি করা একটা লরি । আজ সোমবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা বিচারক ৭ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
জানা গেছে,পুলিশের উদ্ধার করা ১২ চাকার ওই লরিটির মালিক কাটোয়ার রাজুয়া গ্রামের বাসিন্দা মনিরুল শেখ নামে এক ব্যবসায়ী । ব্যাটারির সমস্যা হওয়ায় গত বৃহস্পতিবার রাতে কাটোয়ার ফুলবাগানে একটি চালকলের সামনে তার লরিটি দাঁড় করিয়ে রেখেছিল চালক । শুক্রবার সকালে সেখানে গিয়ে দেখেন তার লরিটি উধাও হয়ে গেছে । এরপর তিনি কাটোয়া থানার দ্বারস্থ হন ।
অভিযোগ পেয়ে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজের সূত্র ধরে লরিটির সন্ধান চালাতে শুরু করে পুলিশ । জানা গেছে,সেই সময় পুলিশের নজরে পড়ে একটা সাইকেলে চড়ে দুই ব্যক্তি সাদা প্লাস্টিকের বস্তায় জড়ানো একটা ব্যাটারি নিয়ে ফুলবাগানের ওই চালকলের সামনে আসে । তারপর সেই ব্যাটারির সাহায্যে তারা লরির ইঞ্জিন চালু করে কেতুগ্রামের দিকে উধাও হয়ে যায় । পুলিশ খোঁজ চালাতে গিয়ে ব্যাটারির দোকানদারের হদিশ পায় । তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে কেতুগ্রামের বারান্দা বাসস্ট্যান্ডের কাছে একটি পেট্রোল পাম্পে রাত প্রায় ১২ টা নাগাদ লরিতে তেল ভরা হয়েছিল । এরপর পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে লরিটি বীরভূমের মুখে চলে গেছে ।
জানা গেছে,পুলিশ প্রথমে পেশায় লরিচালক কাটোয়ার রাজুয়া গ্রামের বাসিন্দা সন্তোষ প্রধানের নাম জানতে পারে । তাকে জেরা করে বসিরুদ্দিন শেখ ও আলতাব শেখের নাম জানতে পারে পুলিশ । বীরভূমের মুরারাই থানার রাজগ্রামে আলতাবের চোরাই গাড়ির যন্ত্রাংশ খোলা দোকান রয়েছে । সন্তোষের কাছ থেকে ঠিকানা পেয়ে বীরভূমের মল্লারপুর থানার বেগুনিয়া গ্রামে হানা দিয়ে বসিরুদ্দিন শেখকে পাকড়াও করে কাটোয়া থানার পুলিশ । জেরায় সন্তোষ ও বসিরুদ্দিন পুলিশকে জানায় যে লরিটি আলতাব শেখের দোকানে আছে । এরপর পুলিশ মুরারাই থানার রাজগ্রামে আলতাবের দোকানে হানা দিয়ে দেখে যে তখন সবেমাত্র লরিটির চাকাগুলো খুলে রাখা হয়েছে । আলতাবকে হাতেনাতে ধরে ফের চাকা লাগিয়ে লরিটি কাটোয়া থানায় নিয়ে আসা হয় । পুলিশ সূত্রে খবর,ধৃত তিনজনেই এই চক্রের সদস্য । এই চক্রের জাল কতদুর বিস্তৃত তা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ ।।