এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৭ জুলাই : এলাকায় লাগাতার চুরির ঘটনায় মুর্শিদাবাদ গ্যাংয়ের ৩ দুস্কৃতীকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । ধৃতরা হল মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানা এলাকার বাসিন্দা ওয়াজুল শেখ ওরফে জটা, আজিজুল শেখ এবং টিলু শেখ । জানা গেছে,বাড়িতে কেউ না থাকার সুযোগে হানা দিত ওই কুখ্যাত দলটি । তবে তারা শুধু দিনের বেলাতেই চুরি করে বেড়াত । আর চুরির জন্য তারা দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত সময় বেছে নিত । দ্রুত অপারেশন চালাতে ব্যবহার করত বিভিন্ন আধুনিক সরঞ্জাম । তা দিয়ে বাড়ির একাধিক তালা ভেঙে গয়না, টাকাপয়সা থেকে শুরু করে দামি দামি সামগ্রী নিয়ে চম্পট দিত ।
শুধু কাটোয়া বা পূর্ব বর্ধমান জেলাই নয়,ভিন জেলাতেও চলত তাদের ‘অপারেশন’ । দুষ্কৃতী দলটি কাটোয়া থানার পুলিশের কার্যত রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল । পুলিশ জেরায় জানতে পেরেছে ওই তিন কুখ্যাত দুষ্কৃতী সাম্প্রতিককালে বিভিন্ন জেলা মিলে কমপক্ষে ৩৫ টি বাড়িতে চুরি করেছে । ধুর্ত দলটিকে ধরতে দুর্গাপুর আসানসোল কমিশনারেট পুলিশের সহযোগিতা নিতে হয় কাটোয়া থানার পুলিশকে । শেষ পর্যন্ত পশ্চিম বর্ধমানের বুদবুদ থেকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা গ্যাংয়ের ৩ দুস্কৃতীকে পাকড়াও করা হয় ।
সাম্প্রতিক সময়ে কাটোয়া থানা এলাকার একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে । পুলিশ সূত্রে খবর, গত ১৫ জুলাই প্রকাশ্য দিবালোকে কাটোয়া থানার ন’নগর গ্রামের একটি বাড়ির একাধিক তালা ভেঙে সর্বস্ব নিয়ে চম্পট দেয় ওই দলটি । একই দিনে কাটোয়ার জাজিগ্রামের একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে । বাড়ির আলমারি ভেঙে সোনা রূপোর গহনা ও নগদ টাকাপয়সা মিলে কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি করে পালায় মুর্শিদাবাদ গ্যাংয়ের ওই ৩ দুস্কৃতী । দুটি ঘটনাতেই সেই সময় বাড়িতে কেউ ছিল না । শুধু কাটোয়া এলাকাতেই নয়, তারা হানা দেয় কেতুগ্রামেও । গত ১৯ জুলাই কেতুগ্রামে এক ভিলেজ পুলিশের বাড়িতেও চুরির চেষ্টা করে তারা । কিন্তু সেই সময় বাড়ির লোকজন চলে আসায় সফল হয়নি । কিন্তু ভিলেজ পুলিশের বাড়িতে চুরি করতে গিয়ে তারা ব্যর্থ হয়ে হাল ছাড়েনি । ওদিনই কেতুগ্রামের পাচুন্দি এলাকায় একটি বাড়িতে কেউ না থাকার সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় । পরিবারের একজন তরুনীর বিয়ের জন্য ২৫ লক্ষাধিক টাকার সোনার গহনা আলমারিতে রাখা ছিল । বাড়ির একাধিক দরজা ও আলমারির লকার ভেঙে সেই গহনা নিয়ে তারা চম্পট দেয় । সব চুরির ঘটনাতেই থানায় অভিযোগ দায়ের হতেই নড়েচড়ে বসে পুলিশ । শেষ পর্যন্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে পুলিশ মুর্শিদাবাদ গ্যাংয়ের ৩ দুস্কৃতীকে বাইকে চড়ে যেতে দেখে । ধূর্ত দলটি সেই সময় মুখে পরে থাকায় পুলিশকে সমস্যায় পড়তে হয় । কিন্তু তাদের মোটর সাইকেলের নম্বর তাদের চিহ্নিত করে দেয় ।
ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে যে মুর্শিদাবাদ,দুই বর্ধমান, বীরভূম এবং এমনকি মালদা ও পুরুলিয়া জেলাতেও তারা চুরি করেছে । জানা গেছে, গত বৃহস্পতিবার বেলডাঙ্গা থেকে পুরুলিয়া গিয়ে একাধিক বাড়িতে চুরি করে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকার ওই দুষ্কৃতী চক্রটি । ওদিন রাতে আসানসোলের লছিপুর ঢালে পতিতা পল্লীতে গিয়ে তারা রাত্রিবাস করে। পরের দিন সকালেই সেখান থেকে বাইকে চড়ে বেড়িয়ে পড়ে তিনজন । লছিপুরে তাদের উপস্থিতির খবর পেয়ে পুলিশ তাদের পিছু নেয় । কিন্তু পুলিশ সেখানে তাদের ধরতে পারেনি । এরপর লছিপুর থেকে তারা তিনজন বাইকে চড়ে যখন বুদবুদের মুখে যাচ্ছিল, সেই সময় দুর্গাপুর আসানসোল কমিশনারেট পুলিশের সহযোগিতায় তাদের পাকড়াও করে কাটোয়া থানার পুলিশ । আজ শনিবার ধৃত ৩ দুষ্কৃতীকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ১০ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয় । ধৃতদের জেরা করে চুরি করা সামগ্রীর উদ্ধারের চেষ্টার পাশাপাশি এই চক্রে আর কোনো দুষ্কৃতী যুক্ত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ ।।