এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০১ নভেম্বর : প্রেমের টানে বাড়ি থেকে পালানো দুই কিশোরীকে উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ভাতার থানার পুলিশ । দুই কিশোরীই বয়স ১৬ বছর । আজ বুধবার সকালে প্রথম কিশোরীকে ভাতার থানার রামপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে । গত ২০ অক্টোবর থেকে সে নিখোঁজ ছিল বলে জানা গেছে ৷ দ্বিতীয় কিশোরীকে উদ্ধার করা হয় ভাতার থানার কুলচণ্ডা গ্রাম থেকে । ওই কিশোরীর সঙ্গে তার বিয়ের তোড়জোড় শুরু হলে তারই মাঝে খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের লোকজন গিয়ে মেয়েটিকে উদ্ধার করে ।
জানা গেছে,প্রথম কিশোরীর বাড়ি মঙ্গলকোট থানার গোপালপুর গ্রামে । সে দশম শ্রেনীর ছাত্রী । রামপুর গ্রামের বাসিন্দা ১৮ বছরের এক যুবকের সঙ্গে তার প্রায় দুইবছর ধরে প্রেমের সম্পর্ক ছিল । ওই যুবক পেশায় রাজমিস্ত্রি । গত ২০ অক্টোবর বাড়ির সকলের নজর এড়িয়ে প্রেমিকের কাছে পালিয়ে আসে কিশোরী । মেয়েটি তার প্রেমিককে বিয়ে করার পরিকল্পনাও করে ফেলেছিল । কিন্তু এদিন ভাতার থানার পুলিশ রামপুর গ্রামের ওই যুবকের বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করে আনে ।
জানা গেছে,দ্বিতীয় মেয়েটির বাড়ি ভাতার থানার ঢেড়িয়া গ্রামে । কিশোরীর বাবা অনেক দিন আগে মারা গেছেন । মা কর্মসূত্রে বাইরে থাকেন । সেই কারনে দাদু দিদিমার কাছেই থাকে মেয়েটি । সে কুলচণ্ডা গ্রামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে । প্রেমিককদ বিয়ে করার জন্য দিজ দুয়েক আগে মেয়েটি বাড়ি থেকে পালিয়ে কুলচণ্ডা গ্রামে চলে আসে । তাদের বিয়ের প্রস্তুতিও চলছিল । এদিকে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ভাতার ব্লক প্রশাসনের কাছে খবর চলে গেলে মঙ্গলবার রাত ১১ টা নাগাদ মেয়েটিকে উদ্ধার করে আনা হয় । কন্যাশ্রী বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক উজ্জ্বল সামন্ত জানিয়েছেন,মেয়েটিকে আজ বুধবার হোমে পাঠানো হয়েছে । তার কাউন্সিলিংয়ের প্রয়োজন ।।